প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
আবহসহিষ্ণুতা বলতে কী বােঝায় ?
উত্তর:
সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতায় অবস্থিত কোনাে স্থানের জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য মানুষের দেহে যেসব শারীরবৃত্তীয় পরিবর্তন হয় তাকে বলা হয় আবহসহিষ্ণুতা।
প্রশ্ন:২
আমরা যদি একটি লম্বা নলের সাহায্যে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করি–সেটা কি সহজসাধ্য ?
উত্তর:
লম্বা নলের সাহায্যে শ্বাসপ্রশ্বাস চালানাে সহজসাধ্য নয়, কারণ ডেড স্পেস বেশি থাকার জন্য ব্যক্তি কম অক্সিজেন পায়। ফলে তাকে বেশি অক্সিজেন পাওয়ার জন্য প্রচেষ্টা চালাতে হয়।
প্রশ্ন:৩
সারুফ্যাকট্যান্ট কী ?
উত্তর:
সারফ্যাকট্যান্ট হল প্রােটিন ও লিপিডের একটি দ্বিস্তরীয় মিশ্রণ যার প্রধান উপাদান হল ডাইপালমিটোইল ফসফাটিডিল কোলিন (Dipalmitoyl Phosphatidyl Choline) যা অ্যালভিওলাই-এর আবরণী কোশ থেকে নিঃসৃত হয় এবং আন্তঃঅ্যালভিওলার তরলের পৃষ্ঠটান কমিয়ে অ্যালভিওলাইগুলিকে উন্মুক্ত রাখে এবং তাদের চুপসে যাওয়া রােধ করে।
প্রশ্ন:৪
প্রশ্বাস বায়ু ও নিশ্বাস বায়ুর O2-এর পরিমাণ কত ?
উত্তর:
প্রশ্বাস বায়ুর O2—20.94%,
নিশ্বাস বায়ুর O2—16.4 %।
প্রশ্ন:৫
পর্বতপীড়া কী ?
উত্তর:
সুউচ্চ পর্বতে (18000 ফুট-এর ঊর্ধ্বে) আরােহণ করে সেখানে বসবাসের চেষ্টা করলে মানবদেহে যেসব পরিবর্তন লক্ষ করা যায় তাদের একত্রে পর্বতপীড়া বলে।
প্রশ্ন:৬
প্রশ্বাস বায়ু ও নিশ্বাস বায়ুর CO2-এর পরিমাণ কত ?
উত্তর:
প্রশ্বাস বায়ুর CO2—0.04%,
নিশ্বাস বায়ুর CO2—4%।
প্রশ্ন:৭
পর্বতপীড়ায় কী কী শারীরবৃত্তীয় পরিবর্তন লক্ষ করা যায় ?
উত্তর:
পর্বতপীড়ায় নিম্নলিখিত শারীরবৃত্তীয় পরিবর্তনগুলি লক্ষ করা যায়–
(i) মাথাধরা,
(ii) বমিবমি ভাব,
(iii) ক্লেশদায়ক শ্বসন,
(iv) বুকে ব্যথা,
(v) দ্রুতগতি নাড়ি,
(vi) হাঁপানি,
(vii) ক্ষুধামান্দ্য,
(viii) দৈহিক ওজন হ্রাস,
(ix) দৈহিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে চেতনালােপ,
(x) দুর্বলতা ও নিদ্রালুতা।
প্রশ্ন:৮
অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড কী কী যৌগ গঠিত হয়ে রক্তে বাহিত হয় ?
উত্তর:
অক্সিজেন–অক্সিহিমােগ্লোবিন।
কার্বন ডাইঅক্সাইড–কার্বনিক অ্যাসিড, সােডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম বাইকার্বনেট, কার্বামিনােহিমােগ্লোবিন।
প্রশ্ন:৯
আমাদের শরীরে CO2-এর কাজ কী ?
উত্তর:
আমাদের শরীরে CO2-এর কাজ হল—
(i) H2CO3 গঠন করা,
(ii) বৃক্কের সহায়তায় অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা,
(iii) শ্বসকেন্দ্রকে উদ্দীপিত করা।
প্রশ্ন:১০
আবহসহিষ্ণুতায় রক্ত সংবহনতন্ত্রজনিত তাৎক্ষণিক পরিবর্তনগুলি কী কী ?
উত্তর:
রক্ত সংবহনতন্ত্রজনিত তাৎক্ষণিক পরিবর্তন—
(i) রক্তের পরিমাণ ও হিমােগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় রক্তের অক্সিজেন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
(ii) প্লিহা সংকোচনের ফলে প্লিহাস্থিত রক্ত সংবহনে নিক্ষিপ্ত হয়। এর ফলে রক্তের পরিমাণের বৃদ্ধি ঘটে।
(iii) হৃৎপিণ্ডের স্পন্দন হার, মিনিট পরিমাণ ও রক্তচাপ বেড়ে যায়।
(iv) বাহনিয়ামককেন্দ্রের সক্রিয়তা বৃদ্ধির ফলে রক্তবাহের সংকোচন ঘটে,
(v) রক্ত অধিকতর ক্ষারধর্মী হয়।

Comments
Post a Comment