বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবের জনন
প্রশ্ন:১
কপার-T কীভাবে কাজ করে ?
উত্তর:
কপার-T একধরনের আয়নযুক্ত তামার তৈরি গর্ভনিরােধক। এই তামা ব্যাপন ক্রিয়ায় ধীরে ধীরে কোশের মধ্যে প্রবেশ করে। এটি জরায়ুর প্রাচীরে প্রবেশ করে স্থানীয় গর্ভনিরােধক হিসেবে কাজ করে এবং টক্সিন সাইটোকাইনিন ছাড়ে, শুক্রাণুর স্বতঃসঞ্চলন রােধ করে। ফলে নিষেক ঘটতে পারে না।
প্রশ্ন:২
কত সপ্তাহে ভ্রূণ সম্পূর্ণভাবে গঠিত হয় ? অ্যামনিয়ন ও কোরিওনের মাঝের স্থানকে কী বলে ?
উত্তর:
40 সপ্তাহে।
এক্সট্রা এমব্রায়োনিক সিলোম বলে।
প্রশ্ন:৩
ক্ল্যামাইডিয়াসিস-এর প্যাথােজেনের নাম কী ? এর প্রতিকার কীভাবে করা হয় ?
উত্তর:
ক্ল্যামাইডিয়াসিস-এর প্যাথােজেনের নাম হল Chlamydia trachomatis।
অ্যান্টিবায়ােটিক চিকিৎসা এবং টেট্রাসাইক্লিন, এরিথ্রোমায়ােসিন ইত্যাদির ব্যবহারে সুফল পাওয়া যায়।
প্রশ্ন:৪
ভাসেকটোমি পদ্ধতির একটি অসুবিধা লেখাে।
উত্তর:
অসুবিধা–যদি লাইগেশন সঠিক জায়গায় না হয়, সেক্ষেত্রে অসফলতা দেখা যায়। এ ছাড়া কিছু মানসিক কমপ্লিকেশন দেখা যায়।
প্রশ্ন:৫
MTP বলতে কী বােঝাে ? এর প্রয়ােজন কখন পড়ে ?
উত্তর:
উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গর্ভ প্রতিরােধ করার এক আইনগত পদ্ধতির নাম MTP বা Medical Terminated Pregnancy। অবাঞ্ছিত গর্ভসঞ্চার ঘটলে অথবা যখন গর্ভধারণ মায়ের স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত বলে বিবেচিত হয় না বা গর্ভধারণে ভ্রূণের কোনাে সমস্যা এসে পড়লে এই ধরনের পদ্ধতির প্রয়ােজন হয়।
প্রশ্ন:৬
মৌখিক গর্ভনিরােধক বড়ির অধিক ব্যবহারের অসুবিধাগুলি কী কী ?
উত্তর:
মৌখিক গর্ভনিরােধক বড়ির অধিক ব্যবহারের অসুবিধাগুলি হল—
(i) ডায়াবেটিস এবং ওবেসিটি,
(ii) হাইপারটেনশন,
(iii) স্তন এবং সারভিক্স ক্যানসার,
(iv) থ্রম্বােবলিজম-এর সম্ভাবনা ইত্যাদি।
প্রশ্ন:৭
ভাসেকটোমি পদ্ধতির একটি সুবিধা লেখাে।
উত্তর:
সুবিধা–এটি একটি খুব সাধারণ ও দ্রুততর পদ্ধতি, যেক্ষেত্রে হাসপাতালে থাকার এবং অধিক খরচের প্রয়ােজন পড়ে না। এটি 100 শতাংশ কার্যকারী প্রক্রিয়া।
প্রশ্ন:৮
হেপাটাইটিস-B রােগের লক্ষণগুলি আলােচনা করাে।
উত্তর:
অবসন্নতা, জন্ডিস, স্থায়ী হালকা জ্বর, উদর অঞ্চলে ব্যথা, ত্বকে র্যাশ নির্গত হওয়া। অন্তিম ফল হিসাবে লিভার সিরােসিস ও লিভার ক্যানসার দেখা যায়।
প্রশ্ন:৯
জন্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে নিরাপদ সময় বলতে কী বােঝায় ?
উত্তর:
ঋতুচক্রের মাঝামাঝি সাধারণত 14-18 দিনের মাথায় নিষেক সম্পন্ন হয়। ডিম্বনিঃসরণ হওয়ার 48 ঘণ্টার মধ্যে নিষেক ঘটে। এই সময় পর্যন্ত যৌন মিলন বন্ধ রাখলে গর্ভসঞ্চার হয় না। তাই একে নিরাপদ সময় বলে।
প্রশ্ন:১০
অ্যামনিওসেনটেসিসের প্রয়ােজনীয়তা বলতে কী বােঝাে ?
উত্তর:
ভ্রূণকোশের ক্রোমােজোম সংখ্যা, আকার ইত্যাদি পর্যবেক্ষণ করে ভ্রূণের কোনাে ত্রুটি (যেমন—ডাউন সিনড্রোম, ক্লাইনফেলটার সিনড্রোম ইত্যাদি) আছে কি না জানা যায়। এইসব ক্ষেত্রে ভ্রূণের গর্ভপাত ঘটানাে যেতে পারে। এ ছাড়াও ভ্রূণের লিঙ্গ নির্ণয় করা যায়।

Comments
Post a Comment