নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের নীচের দিকে ক্ষয়কাজ বেশি করে বলে নদী-খাত প্রথমে '।'
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
GFR বৃদ্ধিকারী পদার্থের নাম লেখাে।
উত্তর:
প্রােস্টাগ্ল্যানডিন, নাইট্রিক অক্সাইড, ব্রাডিকাইনিন, ANP ডােপামিন।
প্রশ্ন:২
অসমােকনফরমার কাকে বলে ?
উত্তর:
যে সব প্রাণী পরিবেশের অভিস্রবণ ধর্মের সঙ্গে সমান্তরালভাবে নিজেদের দেহের অভিস্রবণ পরিবর্তন ঘটায় তাদের অসমােকনফরমার বলে।
প্রশ্ন:৩
Counter Current তন্ত্র কী ?
উত্তর:
যখন ‘U’ আকৃতির নলে তরলের বিপরীতমুখী প্রবাহ ঘটে তখন তাকে Counter Current বলে। বৃক্কের হেনলির লুপ এবং সন্নিহিত ভাসারেক্টাতে এই ধরনের প্রবাহ ঘটে ফলে মূত্রের ঘনত্ব এবং মেডালা অংশে তরলের ঘনত্ব বজায় থাকে। হেনলির লুপ অংশে Counter Current multiplication ঘটে। ভাসারেক্টা অংশে Counter Current Exchange ঘটে।
প্রশ্ন:৪
বৃক্ক পাথর কী ?
উত্তর:
কখনাে কখনাে মূত্রে কেলাসিত লবণ পাওয়া যায়। এরকম অদ্রবণীয় পাথরের মতাে কেলাসিত লবণকে বৃক্ক পাথর বলে।
প্রশ্ন:৫
Filtration Coefficient কী?
উত্তর:
বৃক্কের নেফ্রনের পরিস্রাবক পর্দার ভেদ্যতা এবং এর আয়তনের গুণফলকে বলা হয় Filtration Coefficient।
প্রশ্ন:৬
ইউরিমিয়া কাকে বলে ?
উত্তর:
রক্তে অস্বাভাবিক পরিমাণ ইউরিয়া বেড়ে গিয়ে মূত্রে ইউরিয়া নির্গত হওয়াকে ইউরিমিয়া বলে।
প্রশ্ন:৭
অসমােরেগুলেশন কাকে বলে ?
উত্তর:
যে পদ্ধতির সাহায্যে জীব তাদের দেহে জল ও বিভিন্ন আয়নের সাম্যবস্থা বজায় রাখতে পারে তাকে অসমােরেগুলেশন বলে।
প্রশ্ন:৮
GFR হ্রাসকারী কয়েকটি পদার্থের নাম লেখাে।
উত্তর:
নর এপিনেফ্রিন, অ্যানজিওটেনসিন–II, এন্ডােথেলিন; এরা রক্তবাহের সংকোচন ঘটিয়ে GFR হ্রাস করে।
প্রশ্ন:৯
বৃক্ক ছাড়া রেচনে অপর সহায়ক অঙ্গগুলি কী কী ?
উত্তর:
বৃক্ক ছাড়া অপর রেচন অঙ্গগুলি হল ত্বক, ফুসফুস, যকৃৎ, লালাগ্রন্থি, মলাশয়।
প্রশ্ন:১০
নেফ্রনের পরিস্রাবক পর্দার বৈশিষ্ট্য লেখাে।
উত্তর:
(i) উচ্চভেদ্যতা,
(ii) পছন্দযুক্তভেদ্যতা,
(iii) ভেদ্যপর্দার ছিদ্রের ঋণাত্বকধর্মীতা।
Comments
Post a Comment