নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
উদ্দীপনা কাকে বলে ?
উত্তর:
যে যান্ত্রিক, রাসায়নিক বা ভৌত পরিবর্তন দেহকে বা দেহের কোনাে অংশকে উত্তেজিত করতে পারে তাকে উদ্দীপনা বলে।
প্রশ্ন:২
ধূসর পদার্থ এবং শ্বেত পদার্থ বলতে কী বােঝায় ?
উত্তর:
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে কেবল নিউরােনের কোশদেহ থাকে, তাকে ধূসর পদার্থ এবং যে অংশে কেবল স্নায়ুতন্তু থাকে, তাকে শ্বেত পদার্থ বলে।
প্রশ্ন:৩
মেনিনজেস কী ?
উত্তর:
সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড তিনটি তন্তুময় আবরক দ্বারা গঠিত ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এই ঝিল্লিকে বলা হয় মেনিনজেস।
প্রশ্ন:৪
সেরিব্রাল কর্টেক্সের বুদ্ধিমত্তা-সংক্রান্ত কাজগুলি (intellectual functions) কী কী ?
উত্তর:
সব বুদ্ধিদীপ্ত কাজ, যেমন—স্মৃতি, বুদ্ধিমত্তা, পরিকল্পনা, বিচার ইত্যাদি সেরিব্রাল কর্টেক্স দ্বারা সম্পন্ন হয়।
প্রশ্ন:৫
স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী ?
উত্তর:
স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন করে। এই নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন প্রাণীকে পরিবেশের উপযােগী করে তােলে এবং প্রাণীর অন্তর্জগতের স্থিতিশীলতা বজায় রাখে। তাই বহির্জগতের ঘটনাপ্রবাহের অস্বাভাবিক পরিবর্তন সত্ত্বেও প্রাণীর অন্তর্জগতের স্থিতিশীলতার তেমন কোনাে পরিবর্তন হয় না।
প্রশ্ন:৬
কোনাে মানুষের ফ্রন্টাল লােব ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?
উত্তর:
ফ্রন্টাল লােব ক্ষতিগ্রস্ত হলে সেরিব্রাল কর্টেক্সের কার্যকারিতায় বিঘ্ন ঘটে। তাই, আঘাতপ্রাপ্ত ব্যক্তির মধ্যে চিন্তাহীনতা, দায়িত্বহীনতা, একগুঁয়েমি ইত্যাদি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
প্রশ্ন:৭
স্নায়ুতন্ত্রের কাজের পর্যায়গুলি কী কী ?
উত্তর:
স্নায়ুতন্ত্রের কাজ চারটি পর্যায়ে সম্পন্ন হয়, যথা—
(i) উদ্দীপনা গ্রহণ,
(ii) গৃহীত উদ্দীপনা স্নায়ুকেন্দ্রে প্রেরণ,
(iii) স্নায়ুকেন্দ্র থেকে ক্রিয়াস্থানে আদেশ প্রেরণ,
(iv) কার্য সম্পাদন।
প্রশ্ন:৮
সেরিব্রাল হেমিস্ফিয়ারের চারটি লােব বা খণ্ডক কী কী ?
উত্তর:
ফ্রন্টাল লােব, প্যারাইটাল লােব, অক্সিপিটাল লােব, টেম্পােরাল লােব।
প্রশ্ন:৯
মেনিনজেস গঠনকারী তিনটি আবরক কী কী ?
উত্তর:
মেনিনজেস গঠনকারী তিনটি আবরক হল—
(i) বহিস্থ দৃঢ় আবরক বা ডুরা ম্যাটার,
(ii) মধ্যস্থ আবরক বা অ্যারাকনয়েড ম্যাটার,
(iii) অন্তঃস্থ আবরক বা পায়া ম্যাটার।
প্রশ্ন:১০
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে ?
উত্তর:
কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশসমূহ প্রধানত দেহের আন্তরযন্ত্রের বিভিন্ন কাজ,
যেমন— হৃৎস্পন্দন, পেরিস্টলসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে।
Comments
Post a Comment