বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
উদ্দীপনা কাকে বলে ?
উত্তর:
যে যান্ত্রিক, রাসায়নিক বা ভৌত পরিবর্তন দেহকে বা দেহের কোনাে অংশকে উত্তেজিত করতে পারে তাকে উদ্দীপনা বলে।
প্রশ্ন:২
ধূসর পদার্থ এবং শ্বেত পদার্থ বলতে কী বােঝায় ?
উত্তর:
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে অংশে কেবল নিউরােনের কোশদেহ থাকে, তাকে ধূসর পদার্থ এবং যে অংশে কেবল স্নায়ুতন্তু থাকে, তাকে শ্বেত পদার্থ বলে।
প্রশ্ন:৩
মেনিনজেস কী ?
উত্তর:
সমগ্র মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড তিনটি তন্তুময় আবরক দ্বারা গঠিত ঝিল্লি দ্বারা আবৃত থাকে, এই ঝিল্লিকে বলা হয় মেনিনজেস।
প্রশ্ন:৪
সেরিব্রাল কর্টেক্সের বুদ্ধিমত্তা-সংক্রান্ত কাজগুলি (intellectual functions) কী কী ?
উত্তর:
সব বুদ্ধিদীপ্ত কাজ, যেমন—স্মৃতি, বুদ্ধিমত্তা, পরিকল্পনা, বিচার ইত্যাদি সেরিব্রাল কর্টেক্স দ্বারা সম্পন্ন হয়।
প্রশ্ন:৫
স্নায়ুতন্ত্রের প্রধান কাজ কী ?
উত্তর:
স্নায়ুতন্ত্র দেহের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন করে। এই নিয়ন্ত্রণ ও সমন্বয়সাধন প্রাণীকে পরিবেশের উপযােগী করে তােলে এবং প্রাণীর অন্তর্জগতের স্থিতিশীলতা বজায় রাখে। তাই বহির্জগতের ঘটনাপ্রবাহের অস্বাভাবিক পরিবর্তন সত্ত্বেও প্রাণীর অন্তর্জগতের স্থিতিশীলতার তেমন কোনাে পরিবর্তন হয় না।
প্রশ্ন:৬
কোনাে মানুষের ফ্রন্টাল লােব ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে কী কী বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় ?
উত্তর:
ফ্রন্টাল লােব ক্ষতিগ্রস্ত হলে সেরিব্রাল কর্টেক্সের কার্যকারিতায় বিঘ্ন ঘটে। তাই, আঘাতপ্রাপ্ত ব্যক্তির মধ্যে চিন্তাহীনতা, দায়িত্বহীনতা, একগুঁয়েমি ইত্যাদি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
প্রশ্ন:৭
স্নায়ুতন্ত্রের কাজের পর্যায়গুলি কী কী ?
উত্তর:
স্নায়ুতন্ত্রের কাজ চারটি পর্যায়ে সম্পন্ন হয়, যথা—
(i) উদ্দীপনা গ্রহণ,
(ii) গৃহীত উদ্দীপনা স্নায়ুকেন্দ্রে প্রেরণ,
(iii) স্নায়ুকেন্দ্র থেকে ক্রিয়াস্থানে আদেশ প্রেরণ,
(iv) কার্য সম্পাদন।
প্রশ্ন:৮
সেরিব্রাল হেমিস্ফিয়ারের চারটি লােব বা খণ্ডক কী কী ?
উত্তর:
ফ্রন্টাল লােব, প্যারাইটাল লােব, অক্সিপিটাল লােব, টেম্পােরাল লােব।
প্রশ্ন:৯
মেনিনজেস গঠনকারী তিনটি আবরক কী কী ?
উত্তর:
মেনিনজেস গঠনকারী তিনটি আবরক হল—
(i) বহিস্থ দৃঢ় আবরক বা ডুরা ম্যাটার,
(ii) মধ্যস্থ আবরক বা অ্যারাকনয়েড ম্যাটার,
(iii) অন্তঃস্থ আবরক বা পায়া ম্যাটার।
প্রশ্ন:১০
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে ?
উত্তর:
কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের যে অংশসমূহ প্রধানত দেহের আন্তরযন্ত্রের বিভিন্ন কাজ,
যেমন— হৃৎস্পন্দন, পেরিস্টলসিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে, তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে।

Comments
Post a Comment