বহু বিকল্পভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প উত্তর দেওয়া আছে। যেটি ঠিক সেটি লেখো: (প্রতিটি প্রশ্নের মান-1) UNIT 1. পরিবেশের জন্য ভাবনা 1.1 ভৌতবিজ্ঞান ও পরিবেশ Q1. গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য কোন্ গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? (মাধ্যমিক ২০১৮) (a) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (b) CH4 (মিথেন) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) H₂O বাম্প। Q 2. প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? (মাধ্যমিক ২০২০) (a) NO (নাইট্রোজেন মনোক্সাইড) (b) N₂O (নাইট্রোজেন ডাই অক্সাইড) (c) CO₂ (কার্বন ডাই অক্সাইড) (d) CFC (ক্লোরোফ্লুরোকার্বন)
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
রক্তচাপের কী পরিবর্তন হবে যখন
রক্তচাপের কী পরিবর্তন হবে যখন
(i) উপমহাধমনি সংকুচিত হয়,
(ii) ধমনিগাত্রের স্থিতিস্থাপকতা কমে যায় ?
উত্তর:
(i) উপমহাধমনি সংকুচিত হলে রক্তচাপ বাড়ে (সিস্টোলিক ও ডায়াস্টোলিক উভয় চাপ বাড়ে)।
(ii) ধমনিগাত্রের স্থিতিস্থাপকতা কমে গেলে রক্তচাপ বাড়ে (সিস্টোলিক চাপ বৃদ্ধি পায়, কিন্তু ডায়াস্টোলিক চাপ হ্রাস পায়)।
প্রশ্ন:২
ভিটামিন K-এর অভাবে রক্তক্ষরণ হয় কেন ?
প্রশ্ন:২
ভিটামিন K-এর অভাবে রক্তক্ষরণ হয় কেন ?
উত্তর:
ভিটামিন K যকৃতে প্রোথ্রম্বিন সংশ্লেষে সহায়তা করে। তাই এই ভিটামিনের অভাবে প্রোথ্রম্বিনের মাত্রা হ্রাস পেয়ে রক্ততঞ্চন ব্যাহত হয় এবং রক্তক্ষরণ ঘটে। এ ছাড়া ফ্যাক্টর VII, IX, X-এর সংশ্লেষেও ভিটামিন K-এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
প্রশ্ন:৩
কী কারণে রক্তরস অপেক্ষা লােহিত রক্তকণিকার অভ্যন্তরে অধিক পরিমাণ কার্বনিক অন্ন প্রস্তুত হয় ?
প্রশ্ন:৩
কী কারণে রক্তরস অপেক্ষা লােহিত রক্তকণিকার অভ্যন্তরে অধিক পরিমাণ কার্বনিক অন্ন প্রস্তুত হয় ?
উত্তর:
লােহিত রক্তকণিকায় পর্যাপ্ত কার্বনিক অ্যানহাইড্রেজ থাকায় প্লাজমা অপেক্ষা লােহিত রক্তকণিকার অভ্যন্তরে কার্বনিক অল্প অধিক পরিমাণে সৃষ্টি হয়।
প্রশ্ন:৪
প্রোথ্রম্বিনকাল কাকে বলে ?
প্রশ্ন:৪
প্রোথ্রম্বিনকাল কাকে বলে ?
উত্তর:
রক্ততঞ্চনের সময় প্রোথ্রম্বিন থেকে ফাইব্রিন উৎপাদন হতে যে সময় লাগে তাকে প্রোথ্রম্বিনকাল বলে। মানুষের স্বাভাবিক প্রোথ্রম্বিনকাল 12 সেকেন্ড।
প্রশ্ন:৫
লসিকা ও কলারসের পার্থক্য কী ?
প্রশ্ন:৫
লসিকা ও কলারসের পার্থক্য কী ?
উত্তর:
প্লাজমা ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তজালক ভেদ করে যখন কোশান্তর স্থানে অবস্থান করে তখন তাকে কলারস বলে। এতে প্রােটিন অনুপস্থিত।
অপরপক্ষে, পরিবর্তিত কলারস যখন লসিকাবাহে অবস্থান করে তখন তাকে লসিকা বলে। এতে প্রােটিন এবং শ্বেত রক্তকণিকা উপস্থিত।
প্রশ্ন:৬
রক্ততঞ্চনকাল ও রক্তমােক্ষণকালের মধ্যে প্রভেদ কী ?
অপরপক্ষে, পরিবর্তিত কলারস যখন লসিকাবাহে অবস্থান করে তখন তাকে লসিকা বলে। এতে প্রােটিন এবং শ্বেত রক্তকণিকা উপস্থিত।
প্রশ্ন:৬
রক্ততঞ্চনকাল ও রক্তমােক্ষণকালের মধ্যে প্রভেদ কী ?
উত্তর:
দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে রক্ততঞ্চনকাল বলে। স্বাভাবিক তঞ্চনকাল 2-8 মিনিট।
দেহের কাটা অংশ থেকে রক্তক্ষরণ শুরু হওয়ার পরে রক্তপাত বন্ধ হতে যে সময় লাগে তাকে রক্তমােক্ষণকাল বলে। স্বাভাবিক রক্তমােক্ষণকাল 2-5 মিনিট।
প্রশ্ন:৭
শোথের কারণগুলি কী ?
দেহের কাটা অংশ থেকে রক্তক্ষরণ শুরু হওয়ার পরে রক্তপাত বন্ধ হতে যে সময় লাগে তাকে রক্তমােক্ষণকাল বলে। স্বাভাবিক রক্তমােক্ষণকাল 2-5 মিনিট।
প্রশ্ন:৭
শোথের কারণগুলি কী ?
উত্তর:
শোথের জন্য দায়ী কারণগুলি হল—
(i) প্লাজমা প্রােটিনের হ্রাস,
(ii) রক্তজালিকার ভেদ্যতা বৃদ্ধি,
(iii) রক্তবাহে রক্তচাপের বৃদ্ধি,
(iv) শিরাতে প্রতিবন্ধকতা সৃষ্টি।
প্রশ্ন:৮
রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্র উৎপাদন হ্রাস পায় কেন ?
প্রশ্ন:৮
রক্তের পরিমাণ হ্রাস পেলে মূত্র উৎপাদন হ্রাস পায় কেন ?
উত্তর:
রক্তের পরিমাণ হ্রাস পেলে রক্তজালিকায় রক্তচাপও হ্রাস পায়। ফলে গ্লোমেরুলাসে অভিস্রবণ চাপ হ্রাস পায়। রক্তচাপ হ্রাস পাওয়ার ফলে গ্লোমেরুলাসে পরিস্রুত তরল কম তৈরি হয়, ফলে মূত্র উৎপাদন হ্রাস পায়।
প্রশ্ন:৯
রক্তের প্লাজমা প্রােটিনগুলি কী কী ? এদের দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করাে।
উত্তর:
রক্তের প্লাজমায় যেসব প্রােটিন থাকে তাদের প্লাজমা প্রােটিন বলে। প্রতি 100 ml প্লাজমায় গড় 7.44 g প্লাজমা প্রােটিন থাকে। রক্তের প্লাজমা প্রােটিনগুলি হল— প্রোথ্রম্বিন, ফাইব্রিনােজেন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, অ্যাগ্লুটিনিন, অ্যানজিওটেনসিনােজেন, অ্যান্টিবডি, পলিপেপটাইড, হরমােন ইত্যাদি।
প্লাজমা প্রােটিনের গুরুত্বপূর্ণ কাজ—
প্লাজমা প্রােটিনের গুরুত্বপূর্ণ কাজ—
(i) রক্তের সান্দ্রতা বজায় রাখে।
(ii) রক্তের কোলয়েডীয় অভিস্রবণ চাপ বজায় রাখে।
প্রশ্ন:১০
প্রান্তীয় বাধা (Peripheral resistance) বলতে কী বােঝাে ?
প্রশ্ন:১০
প্রান্তীয় বাধা (Peripheral resistance) বলতে কী বােঝাে ?
উত্তর:
রক্ত যখন হৃৎপিণ্ড থেকে ধমনিপথে দেহে পরিধির দিকে ছড়িয়ে পড়ে তখন পরিধিস্থ উপধমনি ও জালক থেকে যে বাধার সৃষ্টি হয় তাকে প্রান্তীয় বাধা বলে। উপধমনি ও জালকের অভ্যন্তরীণ ব্যাস বাড়লে বা কমলে প্রান্তীয় বাধা বাড়ে ও কমে। রক্তবাহের প্রান্তীয় বাধার ওপর রক্তচাপ নির্ভর করে। প্রান্তীয় বাধা শিরারক্তের প্রত্যাবর্তনের ওপর প্রভাব বিস্তার করে। এটি হার্দ-উৎপাদকেও নিয়ন্ত্রণ করে।

Comments
Post a Comment