নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
লসিকা লসিকাবাহ থেকে কোন্ শিরার মাধ্যমে রক্তপ্রবাহে মেশে ?
উত্তর:
সাবক্লেভিয়ান শিরার মাধ্যমে।
প্রশ্ন:২
তঞ্চনকাল বা ক্লটিং টাইম (CT) এবং রক্তমােক্ষণকাল বা ব্লিডিং টাইম (BT) কাকে বলে ?
উত্তর:
রক্তক্ষরণের শুরু থেকে রক্ত তঞ্চিত হওয়ার সময়কালকে তঞ্চনকাল (CT) বলে।
অপরপক্ষে, রক্তক্ষরণ শুরু হওয়া থেকে রক্তক্ষরণ বন্ধ হওয়ার সময়কালকে রক্তমােক্ষণকাল (BT) বলে। CT—2-4 মিনিট; BT—2-5 মিনিট।
প্রশ্ন:৩
অ্যান্টিজেন বলতে কী বােঝাে ?
উত্তর:
বিজাতীয় জীবাণু বা অধিবিষ (toxin) দেহে প্রবেশ না করলে অর্জিত অনাক্রম্যতা আসে না। প্রতিটি অধিবিষ বা জীবাণুতে এক বা একাধিক নির্দিষ্ট রাসায়নিক পদার্থ থাকে। এগুলি হল প্রােটিন, পলিস্যাকারাইড, লাইপােপ্রােটিন ইত্যাদি। এইসব রাসায়নিক পদার্থগুলিকে অ্যান্টিজেন বলে।
প্রশ্ন:৪
থ্রম্বােসাইট বা অণুচক্রিকা কাকে বলে ?
উত্তর:
রক্ততঞ্চনে সহায়ককারী ক্ষুদ্র, নিউক্লিয়াসবিহীন রক্তকণিকাকে অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বােসাইট বলে।
প্রশ্ন:৫
রক্তদানের প্রয়ােজনীয়তা কী ?
উত্তর:
যেসব কারণে দেহে রক্তের পরিমাণ হ্রাস পায় তাদের মধ্যে প্রধান হল রক্তপাত, আঘাত, দুর্ঘটনা, শল্যচিকিৎসা, কার্বন মনােক্সাইড ও কোল গ্যাস দ্বারা রক্ত দূষিত হয়ে পড়া, সাপে কাটা ইত্যাদি। এসব ক্ষেত্রে রােগীকে তার নিজ বিভাগের রক্ত দেওয়া প্রয়ােজন হয়।
প্রশ্ন:৬
কয়েকটি অ্যান্টিকোয়াগুল্যান্টের (তঞ্চনবিরােধী) উদাহরণ দাও।
উত্তর:
অ্যান্টিকোয়াগুল্যান্ট—হেপারিন, হিরুডিন (জোঁকের দেহে অবস্থিত), কোমারিন, সাইট্রেট, অক্সালেট ইত্যাদি তঞ্চনরােধক পদার্থ।
মানবরক্তে অবস্থিত অ্যান্টিকোয়াগুল্যান্ট—হেপারিন, অ্যান্টিথ্রন্বিন-III, ম্যাক্রোগ্লোবিউলিন।
বাইরের অ্যান্টিকোয়াগুল্যান্ট—সােডিয়াম অক্সালেট, পটাশিয়াম অক্সালেট, সােডিয়াম সাইট্রেট।
প্রশ্ন:৭
লসিকার কাজ কী ?
উত্তর:
লসিকার প্রধান কাজগুলি হল—
(i) লসিকা কোশে কোশে পুষ্টিরস এবং অক্সিজেন সরবরাহ করে এবং বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোশ থেকে রক্তস্রোতে প্রেরণ করে।
(ii) লসিকা-মধ্যস্থ শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে।
(iii) লসিকা অন্ত্র থেকে ফ্যাট শােষণ করে।
প্রশ্ন:৮
রক্ততঞ্চনের উপাদানগুলি কী ?
উত্তর:
রক্ততঞ্চনের প্রধান উপাদানগুলি হল—প্রােথ্রম্বিন, ফাইব্রিনােজেন, ক্যালশিয়াম আয়ন এবং থ্রম্বােপ্লাস্টিন। এদের মধ্যে প্রথম তিনটি রক্তে থাকে এবং শেষােক্তটি অণুচক্রিকা বিনষ্ট হলে নির্গত হয়।
প্রশ্ন:৯
অ্যান্টিবডি কাকে বলে ?
উত্তর:
অধিবিষ বা জীবাণুগত অ্যান্টিজেনের বিরুদ্ধে দেহের মধ্যে যেসব প্রােটিনের আবির্ভাব ঘটে, যারা জীবাণু বা তাদের থেকে নিঃসৃত অধিবিষকে বিনষ্ট করে, তাদের অ্যান্টিবডি বলে।
প্রশ্ন:১০
লসিকা বা লিম্ফ কী ? লসিকা কীভাবে সৃষ্টি হয় ?
উত্তর:
লসিকা একপ্রকারের হালকা হলুদ বর্ণের স্বচ্ছ, জলীয় তরল যােগকলা। এটি একপ্রকারের পরিবর্তিত কলারস।
রক্তস্রোত থেকেই লসিকার উৎপত্তি হয়। রক্তজালকের পাতলা প্রাচীর ভেদ করে রক্তের তরল অংশ কোশ মধ্যবর্তী অংশে সঞ্চিত হয় এবং লসিকায় পরিণত হয়।
Comments
Post a Comment