নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
অস্টিওপোরোসিস কী ?
উত্তর:
যে অস্থিরােগে মজ্জা থেকে খনিজ লবণ ও তন্তুজাত পদার্থ অপসারিত হয় এবং অস্থি ভঙ্গুর হয় তাকে অস্টিওপােরােসিস বলে।
প্রশ্ন:২
সালসি, ফিসার ও গাইরি কোথায় থাকে ?
উত্তর:
সালসি, ফিসার ও গাইরি গুরুমস্তিষ্কে থাকে।
প্রশ্ন:৩
অস্থিসন্ধি কাকে বলে ? এটি কত প্রকারের ?
উত্তর:
দুই বা ততােধিক সন্ধির সংযােগস্থলকে অস্থিসন্ধি বলে। অস্থি সন্ধি প্রধানত তিন প্রকারের হয়, যথা–
(i) অনড় সন্ধি,
(ii) আংশিক সচল সন্ধি এবং
(iii) সচল সন্ধি।
প্রশ্ন:৪
স্বাদবহনকারী করােটীয় স্নায়ুগুলি কী ?
উত্তর:
স্বাদবহনকারী করােটীয় স্নায়ুগুলি হল—ফেসিয়াল ও গ্লসােফ্যারিঞ্জিয়াল।
প্রশ্ন:৫
বল ও সকেট জয়েন্ট, হিঞ্জ জয়েন্ট ও পিভট জয়েন্টের একটি করে উদাহরণ দাও।
উত্তর:
বল ও সকেট জয়েন্ট–সােল্ডার জয়েন্ট, হিপ জয়েন্ট।
হিঞ্জ জয়েন্ট–হাঁটু সন্ধি, কনুই সন্ধি।
পিভট জয়েন্ট–অ্যাটলাস ও অ্যাক্সিসের সন্ধি।
প্রশ্ন:৬
সংবেদী ও চেষ্টীয় উভয় প্রকৃতিযুক্ত (মিশ্র) স্নায়ুগুলির নাম করাে।
উত্তর:
মিশ্র স্নায়ুগুলি হল—ট্রাইজেমিনাল, ফেসিয়াল, গ্লসােফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস।
প্রশ্ন:৭
সাইনােভিয়াল জয়েন্ট কত প্রকারের ?
উত্তর:
সাইনােভিয়াল জয়েন্ট বিভিন্ন প্রকারের হয়, যেমন–
(i) গ্লাইডিং জয়েন্ট,
(ii) হিঞ্জ জয়েন্ট,
(iii) পিভট জয়েন্ট,
(iv) কন্ডাইলয়েড জয়েন্ট,
(v) স্যাডল জয়েন্ট,
(vi) বল ও সকেট জয়েন্ট।
প্রশ্ন:৮
ডায়ালিসিস কাকে বলে ?
উত্তর:
যে বায়ােফিজিক্যাল পদ্ধতিতে একটি নির্দিষ্ট দ্রবণের কেলাস পদার্থের ক্ষুদ্র অণুর কণাগুলি কোলয়েড পদাথের বৃহৎ অণুকণা থেকে প্রভেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় সাহায্যে পৃথক করা হয় তাকে ডায়ালিসিস বলে।
প্রশ্ন:৯
মানুষের মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড থেকে ক-জোড়া করে স্নায়ু উৎপন্ন হয়েছে ?
উত্তর:
মানুষের মস্তিষ্ক থেকে 12 জোড়া এবং সুষুম্নাকাণ্ড থেকে 31 জোড়া স্নায়ু উৎপন্ন হয়েছে।
প্রশ্ন:১০
আরথ্রাইটিস কাকে বলে ? এটি কত প্রকারের ?
উত্তর:
সন্ধি প্রদাহকে আরথ্রাইটিস বলে।
আরথ্রাইটিস তিন প্রকারের, যথা–
(i) রিউমাটয়েড আরথ্রাইটিস,
(ii) অস্টিওআরথ্রাইটিস এবং
(iii) গাউটি আরথ্রাইটিস।
Comments
Post a Comment