পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
যদি একটি পায়ের লসিকাবাহ বন্ধ হয় তাহলে কী হবে ?
উত্তর:
পায়ের লসিকাবাহ বন্ধ হয়ে গেলে ওই স্থানে ইডিমা হবে (ফুলে উঠবে) এবং স্থানটি শক্ত হয়ে যাবে।
প্রশ্ন:২
প্রান্তীয় বাধা বলতে কী বােঝাে ?
উত্তর:
রক্ত যখন দেহের প্রান্তের দিকে অগ্রসর হয় তখন যে বাধার সম্মুখীন হয় তাকে প্রান্তীয় বাধা বলে। এই বাধা প্রধানত উপধমনি এবং রক্তজালক থেকে আসে।
প্রশ্ন:৩
সংবহনকাল বলতে কী বােঝাে ?
উত্তর:
দেহের কোনাে এক অংশ থেকে রক্তের বস্তুকণার অপর কোনাে অংশে সংবহনের সময়কে সংবহনকাল বলে।
প্রশ্ন:৪
প্রান্তীয় বাধার ওপর প্রভাব বিস্তারকারী কারণসমূহ উল্লেখ করাে।
উত্তর:
প্রান্তীয় বাধার প্রভাববিস্তারকারী কারণগুলি রক্তের সান্দ্রতা, রক্তের প্রবাহ, উপধমনির স্থিতিস্থাপকতা এবং রক্তনালির অভ্যন্তরীয় ব্যাসার্ধের ওপর নির্ভর করে।
প্রশ্ন:৫
ব্যাকম্যানের বান্ডিল কী ?
উত্তর:
মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে অবস্থিত ইন্টার নােডীয় তন্তু নামে যে তন্তু ডান অলিন্দে থাকে, তার একটি তন্তুগুচ্ছ বাম অলিন্দে বিস্তারলাভ করে। এই তন্তুগুচ্ছকে ব্যাকম্যানের বান্ডিল বলে।
প্রশ্ন:৬
রক্তচাপের কী পরিবর্তন হবে ? যখন—
(i) উপধমনি সংকুচিত হয়,
(ii) ধমনিগাত্রের স্থিতিস্থাপকতা কমে যায় ?
উত্তর:
(i) রক্তচাপ বৃদ্ধি পাবে,
(ii) রক্তচাপ বাড়বে (সিস্টোলিক দশা)।
প্রশ্ন:৭
মানুষের হৃৎপিণ্ডের এমন দুটি ছিদ্রপথের নাম করাে যেখানে কোনাে কপাটিকা থাকে না।
উত্তর:
ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযােগস্থলে অবস্থিত ছিদ্রপথে এবং বাম অলিন্দ ও ফুসফুসীয় শিরার সংযােগস্থলের ছিদ্রপথে কোনাে কপাটিকা থাকে না।
প্রশ্ন:৮
আমাদের দেহে লসিকাবাহ বন্ধ হওয়ার সাধারণ কারণ কী ?
উত্তর:
আমাদের দেহে লসিকাবাহ বন্ধ হওয়ার সাধারণ কারণ হল ফাইলেরিয়া রােগ। অর্থাৎ , Wuchereria bancrofi নামক পরজীবীর আক্রমণ হওয়া।
প্রশ্ন:৯
বাহু থেকে ফুসফুসে সংবহনকাল কত ?
উত্তর:
বাহু থেকে ফুসফুসে সংবহনকাল 6 সেকেন্ড মাত্র।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
উত্তর:
রক্ত সংবহন আবিষ্কার করেন।

Comments
Post a Comment