প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
যদি একটি পায়ের লসিকাবাহ বন্ধ হয় তাহলে কী হবে ?
উত্তর:
পায়ের লসিকাবাহ বন্ধ হয়ে গেলে ওই স্থানে ইডিমা হবে (ফুলে উঠবে) এবং স্থানটি শক্ত হয়ে যাবে।
প্রশ্ন:২
প্রান্তীয় বাধা বলতে কী বােঝাে ?
উত্তর:
রক্ত যখন দেহের প্রান্তের দিকে অগ্রসর হয় তখন যে বাধার সম্মুখীন হয় তাকে প্রান্তীয় বাধা বলে। এই বাধা প্রধানত উপধমনি এবং রক্তজালক থেকে আসে।
প্রশ্ন:৩
সংবহনকাল বলতে কী বােঝাে ?
উত্তর:
দেহের কোনাে এক অংশ থেকে রক্তের বস্তুকণার অপর কোনাে অংশে সংবহনের সময়কে সংবহনকাল বলে।
প্রশ্ন:৪
প্রান্তীয় বাধার ওপর প্রভাব বিস্তারকারী কারণসমূহ উল্লেখ করাে।
উত্তর:
প্রান্তীয় বাধার প্রভাববিস্তারকারী কারণগুলি রক্তের সান্দ্রতা, রক্তের প্রবাহ, উপধমনির স্থিতিস্থাপকতা এবং রক্তনালির অভ্যন্তরীয় ব্যাসার্ধের ওপর নির্ভর করে।
প্রশ্ন:৫
ব্যাকম্যানের বান্ডিল কী ?
উত্তর:
মানুষসহ স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে অবস্থিত ইন্টার নােডীয় তন্তু নামে যে তন্তু ডান অলিন্দে থাকে, তার একটি তন্তুগুচ্ছ বাম অলিন্দে বিস্তারলাভ করে। এই তন্তুগুচ্ছকে ব্যাকম্যানের বান্ডিল বলে।
প্রশ্ন:৬
রক্তচাপের কী পরিবর্তন হবে ? যখন—
(i) উপধমনি সংকুচিত হয়,
(ii) ধমনিগাত্রের স্থিতিস্থাপকতা কমে যায় ?
উত্তর:
(i) রক্তচাপ বৃদ্ধি পাবে,
(ii) রক্তচাপ বাড়বে (সিস্টোলিক দশা)।
প্রশ্ন:৭
মানুষের হৃৎপিণ্ডের এমন দুটি ছিদ্রপথের নাম করাে যেখানে কোনাে কপাটিকা থাকে না।
উত্তর:
ডান অলিন্দ ও ঊর্ধ্ব মহাশিরার সংযােগস্থলে অবস্থিত ছিদ্রপথে এবং বাম অলিন্দ ও ফুসফুসীয় শিরার সংযােগস্থলের ছিদ্রপথে কোনাে কপাটিকা থাকে না।
প্রশ্ন:৮
আমাদের দেহে লসিকাবাহ বন্ধ হওয়ার সাধারণ কারণ কী ?
উত্তর:
আমাদের দেহে লসিকাবাহ বন্ধ হওয়ার সাধারণ কারণ হল ফাইলেরিয়া রােগ। অর্থাৎ , Wuchereria bancrofi নামক পরজীবীর আক্রমণ হওয়া।
প্রশ্ন:৯
বাহু থেকে ফুসফুসে সংবহনকাল কত ?
উত্তর:
বাহু থেকে ফুসফুসে সংবহনকাল 6 সেকেন্ড মাত্র।
প্রশ্ন:১০
উইলিয়াম হার্ভের সর্বজনবিদিত অবদানটি লেখাে।
উত্তর:
রক্ত সংবহন আবিষ্কার করেন।

Comments
Post a Comment