প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
সেরিবেলাম ও হাইপােথ্যালামাসের দুটি করে কাজ উল্লেখ করাে।
উত্তর:
👉সেরিবেলাম–
(i) দৈহিক ভারসাম্য নিয়ন্ত্রণ করে,
(ii) ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে।
👉হাইপােথ্যালামাস–
(i) দৈহিক উন্নতা নিয়ন্ত্রণ করে,
(ii) পাচক রস ক্ষরণ নিয়ন্ত্রণ করে।
প্রশ্ন:২
অগ্ন্যাশয়ের প্রধান দুটি অন্তঃক্ষরা কোশ কী কী ? তাদের থেকে কী হরমােন নিঃসৃত হয় ?
উত্তর:
অগ্ন্যাশয়ের প্রধান দুটি অন্তঃক্ষরা কোশ ও তাদের নিঃসৃত হরমােন হল–
(i) বিটা কোশ–ইনসুলিন ক্ষরণ করে।
(ii) আলফা কোশ–গ্লুকাগন ক্ষরণ করে।
প্রশ্ন:৩
প্রধান জননাঙ্গ নিঃসৃত অপচিতিমূলক হরমােনগুলি কী ? এদের এরকম বলার কারণ কী ? তাদের উৎস কোশগুলির নাম কী ?
উত্তর:
প্রধান জননগ্রন্থির শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন এবং ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নামক অপচিতিমূলক হরমােন নিঃসৃত হয়। এদের অপচিতিমূলক বলা যায় কারণ হল এরা পেশি কোশের বৃদ্ধি ঘটায়।
টেস্টোস্টেরন শুক্রাশয়ের লেডিগের আন্তরকোশ থেকে এবং ইস্ট্রোজেন ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকলের থিকা ইন্টারনা কোশ থেকে নিঃসৃত হয়।
প্রশ্ন:৪
ইনসুলিনের বিপরীত হরমােনটি কী ? তাদের কার্যগত প্রধান পার্থক্যটি উল্লেখ করাে।
উত্তর:
ইনসুলিনের বিপরীত হরমােন গ্লুকাগন।
ইনসুলিন অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে নিঃসৃত হয়ে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে তা কমায় এবং গ্লুকাগন অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে নিঃসৃত হয়ে রক্তে শর্করার পরিমাণ কমে গেলে তা বাড়াতে সাহায্য করে। উল্লেখ্য, এই হরমােন দুটি সম্মিলিতভাবে রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণে রাখে।
প্রশ্ন:৫
করপাস ক্যালােসাম কী ?
উত্তর:
গুরুমস্তিষ্কের দুটি গােলার্ধ যে স্নায়ুযােজক দিয়ে যুক্ত থাকে তাকে করপাস ক্যালােসাম বলে।
প্রশ্ন:৬
থাইরক্সিনের সঙ্গে অ্যাড্রিনালিনের একটি পার্থক্য লেখো।
উত্তর:
থাইরক্সিন–থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়, যার একটি বিশেষ উপাদান হল আয়ােডিন।
অ্যাড্রিনালিন–অ্যাড্রিনালিন অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা অঞ্চল থেকে ক্ষরিত হয়, যাতে আয়ােডিন থাকে না।
প্রশ্ন:৭
হৃৎপিণ্ড, কনীনিকা এবং মূত্রথলির ওপর স্বতন্ত্র স্নায়ুর প্রভাব উল্লেখ করাে।
উত্তর:
(i) হৃৎপিণ্ড—হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে।
(ii) কনীনিকা–প্রসারিত করে।
(iii) মূত্রথলি—পেশির শ্লথন ঘটায়।
প্রশ্ন:৮
ইনসুলিন ও গ্লুকাগনকে বিপরীত হরমােন বলে কেন ?
উত্তর:
ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে। অপরপক্ষে, গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।
প্রশ্ন:৯
অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা রেটিকিউলেটা স্তর থেকে কী কী হরমােন নিঃসৃত হয় ?
উত্তর:
অ্যাড্রিনাল কর্টেক্সের জেনা রেটিকিউলেটা থেকে অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন ও প্রােজেস্টেরন হরমােন নিঃসৃত হয়।
প্রশ্ন:১০
অগ্ন্যাশয়কে একটি মিশ্র অন্তঃক্ষরা গ্রন্থি বলে কেন ?
উত্তর:
অগ্ন্যাশয় একাধারে বহিঃক্ষরণ ও অন্তঃক্ষরণ গ্রন্থির সমন্বয়ে গঠিত, তাই একে মিশ্র অন্তঃক্ষরা গ্রন্থি বলে।

Comments
Post a Comment