বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বৃহদন্ত্রের অংশগুলি কী কী ?
উত্তর:
বৃহদন্ত্রের চারটি অংশ থাকে, যথা–সিকাম, কোলন, মলাশয় ও পায়ুথলি।
প্রশ্ন:২
পাকস্থলীর প্রাচীরে কী কী কোশ থাকে ? তাদের থেকে কী ক্ষরিত হয় ?
উত্তর:
পাকস্থলীর প্রাচীরের কোশগুলি ও তাদের ক্ষরিত পদার্থগুলি হল—
(i) মিউকাস কোশ—মিউকাস ক্ষরণ করে।
(ii) পেপটিক কোশ—পেপসিনােজেন ক্ষরণ করে।
(iii) প্যারাইটাল বা অক্সিনটিক কোশ—HCI ক্ষরণ করে।
প্রশ্ন:৩
বৃহদন্ত্রের কাজ কী ?
উত্তর:
বৃহদন্ত্রে শােষণ (জল ও স্যালাইন), মল গঠন এবং জীবাণু কর্তৃক ভিটামিন B12 ও K প্রস্তুত হয়।
প্রশ্ন:৪
লালাগ্রন্থিতে কী কী কোশ থাকে ? তাদের কাজ কী ?
উত্তর:
লালাগ্রন্থিতে তিন রকমের কোশ থাকে, যথা– সােয়ান কোশ, মিউকাস কোশ এবং মিশ্র কোশ।
সােয়ান কোশ থেকে টায়ালিন উৎসেচক এবং মিউকাস কোশ থেকে মিউকাস নিঃসৃত হয়।
প্রশ্ন:৫
ক্ষুদ্রান্ত্রের অংশগুলি কী কী ? কোথায় ব্রুনার বর্ণিত গ্রন্থি থাকে ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের তিনটি অংশ হল ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। ব্রুনার বর্ণিত গ্রন্থি ডিওডিনামে থাকে।
প্রশ্ন:৬
লালাগ্রন্থি কত প্রকারের ? তাদের অবস্থান কোথায় ?
উত্তর:
লালাগ্রন্থি তিন প্রকারের, যথা–
(i) প্যারােটিড গ্রন্থি—মস্তকের দু-পাশে কর্ণের নীচে অবস্থিত।
(ii) সাবম্যান্ডিবুলার গ্রন্থি—নীচের চোয়ালের দু-পাশে অবস্থিত।
(iii) সাবলিঙ্গুয়াল গ্রন্থি—মুখবিবরের মেঝেয় অবস্থিত।
প্রশ্ন:৭
ক্ষুদ্রান্ত্রের দুটি প্রধান কাজ কী কী ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের দুটি প্রধান কাজ হল পরিপাক (শর্করা, প্রােটিন, ফ্যাট) এবং শােষণ।
প্রশ্ন:৮
ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে কী কী গ্রন্থি থাকে ? তাদের কাজ কী ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের শ্লেষ্মা স্তরে আন্ত্রিক গ্রন্থি ও গােবলেট কোশ এবং অধঃশ্লেষ্মা স্তরে ব্রুনার বর্ণিত গ্রন্থি থাকে। আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস এবং গােবলেট কোশ ও ব্রুনার বর্ণিত গ্রন্থি থেকে মিউকাস ক্ষরিত হয়।
প্রশ্ন:৯
টিনিয়া কোলি এবং হাউস্ট্রা কী ?
উত্তর:
কোলনে যে তিনটি আনুদৈর্ঘ্য ব্যান্ড থাকে তাদের টিনিয়া কোলি বলে। এগুলি ছাড়া কোলনে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাউচগুলি থাকে তাদের হাউস্ট্রা বলে।
প্রশ্ন:১০
কোলনের ভাগগুলি কী কী ?
উত্তর:
কোলন চারটি অংশ নিয়ে গঠিত, যথা–অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন।

Comments
Post a Comment