প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
বৃহদন্ত্রের অংশগুলি কী কী ?
উত্তর:
বৃহদন্ত্রের চারটি অংশ থাকে, যথা–সিকাম, কোলন, মলাশয় ও পায়ুথলি।
প্রশ্ন:২
পাকস্থলীর প্রাচীরে কী কী কোশ থাকে ? তাদের থেকে কী ক্ষরিত হয় ?
উত্তর:
পাকস্থলীর প্রাচীরের কোশগুলি ও তাদের ক্ষরিত পদার্থগুলি হল—
(i) মিউকাস কোশ—মিউকাস ক্ষরণ করে।
(ii) পেপটিক কোশ—পেপসিনােজেন ক্ষরণ করে।
(iii) প্যারাইটাল বা অক্সিনটিক কোশ—HCI ক্ষরণ করে।
প্রশ্ন:৩
বৃহদন্ত্রের কাজ কী ?
উত্তর:
বৃহদন্ত্রে শােষণ (জল ও স্যালাইন), মল গঠন এবং জীবাণু কর্তৃক ভিটামিন B12 ও K প্রস্তুত হয়।
প্রশ্ন:৪
লালাগ্রন্থিতে কী কী কোশ থাকে ? তাদের কাজ কী ?
উত্তর:
লালাগ্রন্থিতে তিন রকমের কোশ থাকে, যথা– সােয়ান কোশ, মিউকাস কোশ এবং মিশ্র কোশ।
সােয়ান কোশ থেকে টায়ালিন উৎসেচক এবং মিউকাস কোশ থেকে মিউকাস নিঃসৃত হয়।
প্রশ্ন:৫
ক্ষুদ্রান্ত্রের অংশগুলি কী কী ? কোথায় ব্রুনার বর্ণিত গ্রন্থি থাকে ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের তিনটি অংশ হল ডিওডিনাম, জেজুনাম ও ইলিয়াম। ব্রুনার বর্ণিত গ্রন্থি ডিওডিনামে থাকে।
প্রশ্ন:৬
লালাগ্রন্থি কত প্রকারের ? তাদের অবস্থান কোথায় ?
উত্তর:
লালাগ্রন্থি তিন প্রকারের, যথা–
(i) প্যারােটিড গ্রন্থি—মস্তকের দু-পাশে কর্ণের নীচে অবস্থিত।
(ii) সাবম্যান্ডিবুলার গ্রন্থি—নীচের চোয়ালের দু-পাশে অবস্থিত।
(iii) সাবলিঙ্গুয়াল গ্রন্থি—মুখবিবরের মেঝেয় অবস্থিত।
প্রশ্ন:৭
ক্ষুদ্রান্ত্রের দুটি প্রধান কাজ কী কী ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের দুটি প্রধান কাজ হল পরিপাক (শর্করা, প্রােটিন, ফ্যাট) এবং শােষণ।
প্রশ্ন:৮
ক্ষুদ্রান্ত্রের প্রাচীরে কী কী গ্রন্থি থাকে ? তাদের কাজ কী ?
উত্তর:
ক্ষুদ্রান্ত্রের শ্লেষ্মা স্তরে আন্ত্রিক গ্রন্থি ও গােবলেট কোশ এবং অধঃশ্লেষ্মা স্তরে ব্রুনার বর্ণিত গ্রন্থি থাকে। আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস এবং গােবলেট কোশ ও ব্রুনার বর্ণিত গ্রন্থি থেকে মিউকাস ক্ষরিত হয়।
প্রশ্ন:৯
টিনিয়া কোলি এবং হাউস্ট্রা কী ?
উত্তর:
কোলনে যে তিনটি আনুদৈর্ঘ্য ব্যান্ড থাকে তাদের টিনিয়া কোলি বলে। এগুলি ছাড়া কোলনে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাউচগুলি থাকে তাদের হাউস্ট্রা বলে।
প্রশ্ন:১০
কোলনের ভাগগুলি কী কী ?
উত্তর:
কোলন চারটি অংশ নিয়ে গঠিত, যথা–অ্যাসেন্ডিং কোলন, অনুপ্রস্থ কোলন, ডিসেন্ডিং কোলন এবং সিগময়েড কোলন।

Comments
Post a Comment