নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
গ্লোমেরুলাসের কাজ কী ?
উত্তর:
গ্লোমেরুলাস জৈব ছাঁকনি (ultra filter) রূপে কাজ করে এবং রক্তের তরল অংশ অর্থাৎ প্লাজমা থেকে কোলয়েভ ব্যতীত (প্রােটিন এবং ফ্যাট) অন্যান্য সব উপাদানকে ছেঁকে পৃথক করে।
প্রশ্ন:২
বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস কী ?
উত্তর:
পশ্চাৎ পিটুইটারি নিঃসৃত অ্যান্টিডাইইউরেটিক হরমােন (ADH) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ ঘটিয়ে মূত্র উৎপাদন হ্রাস করে। ADH-এর কম ক্ষরণের ফলে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ হ্রাস পায় এবং অতিরিক্ত মূত্র উৎপন্ন হয়। এই অবস্থাকে বলা হয় বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিডাস।
প্রশ্ন:৩
মেসানজিয়ান কোশ বা লেসিস কোশ কোথায় থাকে ? এর কাজ কী ?
উত্তর:
নেফ্রনের অন্তর্মুখী ও বহির্মুখী উপধমনি দ্বারা সৃষ্ট কোণে মেসানজিয়ান কোশ বা লেসিস কোশ থাকে।
এরা ম্যাকুলা ডেনসা থেকে Na+ এবং Cl- এর হ্রাসমাত্রা সংবেদন করে জাক্সটাগ্লোমেরুলার কোশকে উদ্দীপিত করে ফলে রেনিন ক্ষরিত হয়।
প্রশ্ন:৪
কী অবস্থায় মূত্রে ফ্যাট নির্গত হয় ?
উত্তর:
অ্যালকোহল ও ফসফরাস বিষক্রিয়ায় বৃক্কজনিত রােগে মূত্রে ফ্যাট নির্গত হয়। মূত্রে ফ্যাটের উপস্থিতিকে লাইপুরিয়া বলে।
প্রশ্ন:৫
মানবদেহে বৃক্কের অবস্থান উল্লেখ করাে।
উত্তর:
মানুষের বৃক্ক দুটি উদরগহ্বরের কটি অঞ্চলে মেরুদণ্ডের দু-পাশে পেরিটোনিয়াম পর্দার নীচে অবস্থিত। বৃক্কের উর্ধপ্রান্ত দ্বাদশ থােরাসিক কশেরুকার (T12) নীচে এবং নিম্নপ্রান্ত তৃতীয় লাম্বার কশেরুকার (L3) ওপরে অবস্থিত।
প্রশ্ন:৬
কী কী কারণে মূত্রে রক্ত নির্গত হয় ?
উত্তর:
বৃক্কের প্রদাহ, আঘাতজনিত কারণে মূত্রনালিতে ক্ষত, তীব্র অগ্নিদগ্ধ অবস্থা, প্রস্টেট প্রদাহ, কালাজ্বর ইত্যাদি কারণে মূত্রে রক্ত নির্গত হয়।
প্রশ্ন:৭
ব্যোওম্যানস ক্যাপসুল কী ? এর কাজ কী ?
উত্তর:
নেফ্রনের প্রথম সংবৰ্তনালির প্রান্তে উপস্থিত দ্বিস্তরীয় কাপের ন্যায় অংশকে ব্যোওম্যানস ক্যাপসুল বলে।
কাজ—ব্যোওম্যানস ক্যাপসুল গ্লোমেরুলাসকে ধারণ করে এবং গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে বৃক্কীয় নালিকায় প্রেরণ করে।
প্রশ্ন:৮
মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রােগে মূত্রে গ্লুকোজ নির্গত হয় কেন ?
উত্তর:
স্বাভাবিক অবস্থায় বৃক্কীয় নালিকায় পরিভ্রুত তরল থেকে গ্লুকোজ সম্পূর্ণরূপে পুনঃশােষিত হয়ে রক্তে ফিরে আসে। কিন্তু রক্তে গ্লুকোজের মাত্রা 180 mg% অতিক্রম করলে বৃক্কীয় নালিকা দ্বারা পরিস্রুত তরল থেকে গ্লুকোজ সম্পূর্ণরূপে পুনঃশোষিত হয় না, কিছু গ্লুকোজ মূত্রের সঙ্গে নির্গত হয়। মধুমেহ রােগে রক্তে গ্লুকোজের উচ্চমাত্রা (180mg%-এর বেশি) মূত্রে গ্লুকোজ নির্গত হওয়ার প্রধান কারণ।
প্রশ্ন:৯
বৃক্কীয় নালিকার কাজ কী ?
উত্তর:
বৃক্কীয় নালিকার প্রধান কাজ তিনটি। যথা—
(1) নির্বাচিত পদার্থের পুনঃশশাষণ,
(2) ক্ষরণ এবং
(3) নতুন পদার্থ উৎপাদন।
প্রশ্ন:১০
গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র কী ? এর কাজ কী ?
উত্তর:
নেফ্রনের অন্তর্মুখী ও বহির্মুখী ধমনিকা এবং দূরসংবর্ত নালিকার মিলনস্থলকে গ্লোমেরুলাস সন্নিহিত যন্ত্র (Juxtaglomerular apparatus) বলে। এটি জাক্সটাগ্লোমেরুলার কোশ, ম্যাকুলা ডেনসা এবং লেসিস কোশ নিয়ে গঠিত।
কাজ—গ্লোমেরুলার সন্নিহিত যন্ত্র থেকে রেনিন ও এরিথ্রোপয়েটিন ক্ষরিত হয়।
Comments
Post a Comment