নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
মূত্রে যে পটাশিয়াম উৎপন্ন হয় সেটি আসলে কী ? এটি কোন্ নালিকা থেকে পুনঃশােষিত হয় ?
উত্তর:
মূত্রে যে পটাশিয়াম উৎপন্ন হয় সেটি আসলে বৃক্কীয় নালিকার একধরনের ক্ষরিত বস্তু। এটি পরাসংবর্ত নালিকা থেকে পুনঃশােষিত হয়।
প্রশ্ন:২
হিমাচুরিয়া কী ?
উত্তর:
মূত্রে রক্তের অস্বাভাবিক উপস্থিতি হল হিমাচুরিয়া।
প্রশ্ন:৩
Filtration Fraction কী ?
উত্তর:
স্তন্যপায়ী প্রাণীর দুটি বৃক্কের সমস্ত নেফ্রন দ্বারা প্রতিমিনিটে পরিস্রুত তরলের পরিমাণ এবং দুটি বৃক্কে প্রবাহিত প্লাজমার অনুপাতকে বলে Filtration Fraction। এর স্বাভাবিক মান 0.2।
প্রশ্ন:৪
মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্তগুলি কী কী ?
উত্তর:
মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্তগুলি হল—
(i) জলগ্রহণ,
(ii) স্যালাইন ইনজেকশন,
(iii) স্যালাইন গ্রহণ,
(iv) কম-বেশি লবণ গ্রহণ ও
(v) জলাভাব।
প্রশ্ন:৫
মূত্র বিবর্ধক কী ?
উত্তর:
যে সব পদার্থ মূত্রের জল ও তড়িৎ বিশ্লেষ্যের নির্গমন বৃদ্ধি করে তাদের মূত্র বিবর্ধক বলে।
যথা—জল, স্যালাইন, অ্যালকোহল, জ্যান্থিন।
প্রশ্ন:৬
ডায়াবেটিস ইনসিপিডাস রােগের প্রধান লক্ষণগুলি কী কী ?
উত্তর:
ডায়াবেটিস ইনসিপিডাস রােগের প্রধান লক্ষণ হল বেশি পরিমাণে মূত্রত্যাগ; জিহ্বা, গলা শুকিয়ে যাওয়া, প্রবল জলতেষ্টা ইত্যাদি। এই রােগে শর্করার পরিমাণ বাড়ে না এবং মূত্রে শর্করা নির্গত হয় না।
প্রশ্ন:৭
ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ন্ত্রণে ADH-এর ভূমিকা উল্লেখ করাে।
উত্তর:
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ নিয়ন্ত্রণ করে ADH। এই হরমােনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পূনঃশােষণ বৃদ্ধি পায়, আবার এই হরমােনের অভাবে জলের পুনঃশশাষণ হ্রাস পায়। জলের পুনঃশােষণ না হলে মূত্রের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস ইনসিপিডাস রােগ হয়।
প্রশ্ন:৮
পরাসংবর্ত নালিকার কটি অংশ ও কী কী ?
উত্তর:
পরাসংবর্ত নালিকার দুটি অংশ। যথা—
(i) স্তম্ভাকার কোশ দিয়ে তৈরি পারস্ কনভােলিউটা ও
(ii) ঘনকাকার কোশ দিয়ে তৈরি পারস্ রেক্টা।
প্রশ্ন:৯
GFR কী ?
উত্তর:
স্তন্যপায়ী প্রাণীদের দুটি বৃক্কের সমস্ত নেফ্রন দ্বারা প্রতিমিনিটে যত পরিমাণ রক্ত পরিস্রুত হয় বা পরিস্রুত তরল উৎপন্ন হয় তাকে গ্লোমেরুলার ফিলট্রেসান রেট (GFR) বলে। স্বাভাবিক পরিমাণ 125 মিলি/মিনিট।
প্রশ্ন:১০
ব্যোওমানের ক্যাপসুল কটি স্তর দ্বারা গঠিত ?
উত্তর:
ব্যোওমানের ক্যাপসুল দুটি স্তর দ্বারা গঠিত।
যথা—
(i) বাইরের দিকে অবস্থিত প্যারাইটাল স্তর,
(ii) ভিতরের দিকে অবস্থিত ভিসেরাল স্তর।
Comments
Post a Comment