বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
মূত্রে যে পটাশিয়াম উৎপন্ন হয় সেটি আসলে কী ? এটি কোন্ নালিকা থেকে পুনঃশােষিত হয় ?
উত্তর:
মূত্রে যে পটাশিয়াম উৎপন্ন হয় সেটি আসলে বৃক্কীয় নালিকার একধরনের ক্ষরিত বস্তু। এটি পরাসংবর্ত নালিকা থেকে পুনঃশােষিত হয়।
প্রশ্ন:২
হিমাচুরিয়া কী ?
উত্তর:
মূত্রে রক্তের অস্বাভাবিক উপস্থিতি হল হিমাচুরিয়া।
প্রশ্ন:৩
Filtration Fraction কী ?
উত্তর:
স্তন্যপায়ী প্রাণীর দুটি বৃক্কের সমস্ত নেফ্রন দ্বারা প্রতিমিনিটে পরিস্রুত তরলের পরিমাণ এবং দুটি বৃক্কে প্রবাহিত প্লাজমার অনুপাতকে বলে Filtration Fraction। এর স্বাভাবিক মান 0.2।
প্রশ্ন:৪
মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্তগুলি কী কী ?
উত্তর:
মূত্র উৎপাদনে প্রভাব বিস্তারকারী শর্তগুলি হল—
(i) জলগ্রহণ,
(ii) স্যালাইন ইনজেকশন,
(iii) স্যালাইন গ্রহণ,
(iv) কম-বেশি লবণ গ্রহণ ও
(v) জলাভাব।
প্রশ্ন:৫
মূত্র বিবর্ধক কী ?
উত্তর:
যে সব পদার্থ মূত্রের জল ও তড়িৎ বিশ্লেষ্যের নির্গমন বৃদ্ধি করে তাদের মূত্র বিবর্ধক বলে।
যথা—জল, স্যালাইন, অ্যালকোহল, জ্যান্থিন।
প্রশ্ন:৬
ডায়াবেটিস ইনসিপিডাস রােগের প্রধান লক্ষণগুলি কী কী ?
উত্তর:
ডায়াবেটিস ইনসিপিডাস রােগের প্রধান লক্ষণ হল বেশি পরিমাণে মূত্রত্যাগ; জিহ্বা, গলা শুকিয়ে যাওয়া, প্রবল জলতেষ্টা ইত্যাদি। এই রােগে শর্করার পরিমাণ বাড়ে না এবং মূত্রে শর্করা নির্গত হয় না।
প্রশ্ন:৭
ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ন্ত্রণে ADH-এর ভূমিকা উল্লেখ করাে।
উত্তর:
বৃক্কীয় নালিকায় জলের পুনঃশােষণ নিয়ন্ত্রণ করে ADH। এই হরমােনের প্রভাবে বৃক্কীয় নালিকায় জলের পূনঃশােষণ বৃদ্ধি পায়, আবার এই হরমােনের অভাবে জলের পুনঃশশাষণ হ্রাস পায়। জলের পুনঃশােষণ না হলে মূত্রের পরিমাণ বেড়ে গিয়ে ডায়াবেটিস ইনসিপিডাস রােগ হয়।
প্রশ্ন:৮
পরাসংবর্ত নালিকার কটি অংশ ও কী কী ?
উত্তর:
পরাসংবর্ত নালিকার দুটি অংশ। যথা—
(i) স্তম্ভাকার কোশ দিয়ে তৈরি পারস্ কনভােলিউটা ও
(ii) ঘনকাকার কোশ দিয়ে তৈরি পারস্ রেক্টা।
প্রশ্ন:৯
GFR কী ?
উত্তর:
স্তন্যপায়ী প্রাণীদের দুটি বৃক্কের সমস্ত নেফ্রন দ্বারা প্রতিমিনিটে যত পরিমাণ রক্ত পরিস্রুত হয় বা পরিস্রুত তরল উৎপন্ন হয় তাকে গ্লোমেরুলার ফিলট্রেসান রেট (GFR) বলে। স্বাভাবিক পরিমাণ 125 মিলি/মিনিট।
প্রশ্ন:১০
ব্যোওমানের ক্যাপসুল কটি স্তর দ্বারা গঠিত ?
উত্তর:
ব্যোওমানের ক্যাপসুল দুটি স্তর দ্বারা গঠিত।
যথা—
(i) বাইরের দিকে অবস্থিত প্যারাইটাল স্তর,
(ii) ভিতরের দিকে অবস্থিত ভিসেরাল স্তর।

Comments
Post a Comment