নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
ধমনির রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি শ্বসনের হারের ওপর কী প্রভাব ফেলে ?
ধমনির রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি শ্বসনের হারের ওপর কী প্রভাব ফেলে ?
উত্তর:
ধমনির রক্তে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বৃদ্ধি পেলে প্রথম অবস্থায় শ্বসনের হার ও গভীরতা বৃদ্ধি পায়। এতে হৃদস্পন্দন বৃদ্ধি পাবে ফলে দেহ কাঁপতে থাকবে এবং ক্রমশ খিঁচুনি দেখা দেবে।
প্রশ্ন:২
ট্রিপসিন ও ট্রিপসিনােজেন কি এক ?
প্রশ্ন:২
ট্রিপসিন ও ট্রিপসিনােজেন কি এক ?
উত্তর:
ট্রিপসিন হল প্রােটিনভঙ্গক উৎসেচক, ট্রিপসিনােজেন হল ট্রিপসিনের প্রােএনজাইম।
প্রশ্ন:৩
অধিকতর উচ্চতায় শ্বাসপ্রশ্বাস দ্রুত হয় এবং লােহিতকণিকার সংখ্যা বৃদ্ধি পায় কেন ?
উত্তর:
প্রশ্ন:৩
অধিকতর উচ্চতায় শ্বাসপ্রশ্বাস দ্রুত হয় এবং লােহিতকণিকার সংখ্যা বৃদ্ধি পায় কেন ?
উত্তর:
অধিক উচ্চতায় অক্সিজেনের অভাব ঘটবে বা হাইপােক্সিয়া হবে। ফলে রক্তে অক্সিজেনের চাপ হ্রাস পায়, যা কেমােরিসেপটরের মাধ্যমে শ্বাসকেন্দ্রকে উদ্দীপিত করে, তাই শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়। অক্সিজেনের অভাব ঘটলে রেনাল এরিথ্রোপয়েটিন লাল অস্থিমজ্জাকে উদ্দীপিত করে, ফলে লােহিতকণিকার সংখ্যা বৃদ্ধি পায়।
প্রশ্ন:৪
প্রথম সংগৃহীত উৎসেচকের নাম কী ? বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
প্রশ্ন:৪
প্রথম সংগৃহীত উৎসেচকের নাম কী ? বিজ্ঞানী Sumner কী আবিষ্কারের পরিপ্রেক্ষিতে Nobel পেয়েছিলেন ?
উত্তর:
ইউবিয়েজ (urease)।
সমস্ত উৎসেচকই প্রােটিন।
প্রশ্ন:৫
ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে ? কোন্ যন্ত্রের সাহায্যে ভাইটাল ক্যাপাসিটি মাপা হয় ?
সমস্ত উৎসেচকই প্রােটিন।
প্রশ্ন:৫
ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে ? কোন্ যন্ত্রের সাহায্যে ভাইটাল ক্যাপাসিটি মাপা হয় ?
উত্তর:
গভীরভাবে শ্বাসগ্রহণের পরে যে পরিমাণ বায়ুকে বলপূর্বক ত্যাগ (নিশ্বাস) করা হয় তাকে ভাইটাল ক্যাপাসিটি বা বায়ুধারকত্ব বলে। প্রাপ্তবয়স্ক পুরুষদের এর পরিমাণ 4.5-5 লিটার।
স্পাইরােমিটারের সাহায্যে ভাইটাল ক্যাপাসিটির পরিমাপ করা হয়।
প্রশ্ন:৬
ভিটামিনের সঙ্গে এনজাইমের পার্থক্য কী ?
স্পাইরােমিটারের সাহায্যে ভাইটাল ক্যাপাসিটির পরিমাপ করা হয়।
প্রশ্ন:৬
ভিটামিনের সঙ্গে এনজাইমের পার্থক্য কী ?
উত্তর:
(i) ভিটামিন সহ-অনুঘটকরূপে কাজ করে। অপরপক্ষে, উৎসেচক জৈব অনুঘটকের কাজ করে।
(ii) ভিটামিন বিভিন্ন জৈব অণু দ্বারা গঠিত। উৎসেচক প্রােটিন দ্বারা গঠিত।
প্রশ্ন:৭
ভেন্টিলেশন পারফিউশন অনুপাত কাকে বলে ?
প্রশ্ন:৭
ভেন্টিলেশন পারফিউশন অনুপাত কাকে বলে ?
উত্তর:
প্রতি মিনিটে অ্যালভিওলার ভেন্টিলেশনের মােট আয়তন ও কার্ডিয়াক আউটপুটের মধ্যে পারস্পরিক অনুপাতকে ভেন্টিলেশন পারফিউশন অনুপাত বলে।
প্রশ্ন:৮
জারণ-বিজারণ উৎসেচক কাকে বলে ? উদাহরণ দাও।
প্রশ্ন:৮
জারণ-বিজারণ উৎসেচক কাকে বলে ? উদাহরণ দাও।
উত্তর:
যেসব উৎসেচক জারণ ও বিজারণ উভয় ক্রিয়ায় অংশ নেয়, তাদের জারণ-বিজারণ উৎসেচক বলে। যেমন—ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ।
প্রশ্ন:৯
আইসোএনজাইম কাকে বলে ?
প্রশ্ন:৯
আইসোএনজাইম কাকে বলে ?
উত্তর:
যেসব এনজাইমের সক্রিয়তা এক কিন্তু রাসায়নিক পরীক্ষায় তারা আলাদা, সেই প্রকার এনজাইমকে আইসােএনজাইম বলে। ল্যাকটিক ডিহাইড্রোজিনেজ একপ্রকারের আইসােএনজাইম।
প্রশ্ন:১০
আমরা শ্বাস বন্ধ করে 30-40 সেকেন্ডের বেশি থাকতে পারি না কেন ?
প্রশ্ন:১০
আমরা শ্বাস বন্ধ করে 30-40 সেকেন্ডের বেশি থাকতে পারি না কেন ?
উত্তর:
রক্তে অধিক পরিমাণে CO2 জমা হলে শ্বাসকেন্দ্রকে উদ্দীপিত করে, ফলে 30-40 সেকেন্ডের বেশি সময় শ্বাস বন্ধ করে থাকা যায় না।
Comments
Post a Comment