ভারতীয় সভ্যতার বিবর্তন - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ( Evolution of Indian Civilization - Short Questions and Answers ) ১। প্রস্তরযুগ বলতে কী বোঝো? প্রস্তরযুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? যে যুগে মানুষ পাথরের হাতিয়ার ও যন্ত্রপাতি ব্যবহার করত, সেই যুগকে প্রস্তরযুগ বলা হয়। প্রস্তরযুগকে তিন ভাগে ভাগ করা যায়, যথা- (১) প্রাচীন প্রস্তরযুগ, (২) মধ্য প্রস্তরযুগ, (৩) নব্য প্রস্তরযুগ। ২। প্রাচীন প্রস্তরযুগ, মধ্য প্রস্তরযুগ ও নব্য প্রস্তরযুগের একটা করে বৈশিষ্ট্য দাও। প্রাচীন প্রস্তরযুগ: প্রাচীন প্রস্তরযুগে মানুষ ছিল খাদ্য-সংগ্রাহক। বলা যেতে পারে-Age of Food-gathering Man. মধ্য প্রস্তরযুগ: মধ্য প্রস্তরযুগে মানুষ খাদ্য-উৎপাদকে পরিণত হয়। এসময়কে বলা হয়-Age of Food-producing Man. নব্য প্রস্তরযুগ: এসময় মানুষ নগর সভ্যতার সাথে পরিচিত হয়। ধাতুর যুগ শুরু হয়। ঐতিহাসিক গর্ডন চাইল্ড এসময়কে বলেছেন-Age of Urban Culture.
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
উচ্চ রক্তচাপ (High blood pressure) বলতে কী বােঝায় ?
উচ্চ রক্তচাপ (High blood pressure) বলতে কী বােঝায় ?
উত্তর:
সংকোচী রক্তচাপ 150 mm এবং প্রসারী রক্তচাপ 100 mm পারদ চাপের উর্ধ্বে উঠলে তাকে উচ্চ রক্তচাপ বলে।
প্রশ্ন:২
অ্যাথেরােস্ক্লেরােসিস কী ?
উত্তর:
এটি রক্তবাহজনিত একধরনের রােগ। রক্তে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে এই রােগ হয়। অ্যাথেরােস্ক্লেরােসিসে রক্তবাহের গাত্রে কোলেস্টেরল সঞ্চিত হয় এবং এর সঙ্গে ক্যালশিয়াম লবণ জমা হওয়ার ফলে রক্তবাহের গহ্বর সংকীর্ণ হয়। যার ফলে রক্তপ্রবাহ হ্রাস পায়। করােনারি হৃদরােগে করােনারি ধমনির মধ্য দিয়ে অপ্রতুল রক্তপ্রবাহের মূল কারণ হল অ্যাথেরােস্ক্লেরােসিস।
প্রশ্ন:৩
বয়স্ক লােকদের রক্তচাপ সাধারণত বেশি থাকে কেন ?
উত্তর:
বৃদ্ধ বয়সে ধমনির স্থিতিস্থাপক কলাগুলি নষ্ট হয়ে যায়। এর ফলে ধমনির প্রাচীর অধিকতর দৃঢ় হয়ে যায় ও ধমনির প্রসারণ ধর্ম হ্রাস পায়। তা ছাড়া ধমনিগাত্রে ক্যালশিয়াম, কোলেস্টেরল ও ফ্যাটি অ্যাসিড সঞ্চিত হয়। এর ফলে ধমনির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় এবং রক্তচাপ বৃদ্ধি পায়। এই কারণগুলি ছাড়া বয়স্ক লােকদের দেহে হৃৎপিণ্ডের সংকোচনের সময় ধমনিতন্ত্রের আয়তন বৃদ্ধি কম হওয়ায় একই পরিমাণ রক্তকে অপেক্ষাকৃত কম স্থানে বিস্তৃত হতে হয়। এটিও রক্তচাপ বৃদ্ধির একটি কারণ।
প্রশ্ন:৪
প্রাপ্তবয়স্ক লােকের হৃৎপিণ্ডের ওজন কত ?
উত্তর:
প্রাপ্তবয়স্ক পুরুষের হৃৎপিণ্ডের ওজন 280-340 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলার হৃৎপিণ্ডের ওজন 230-280 গ্রাম।
প্রশ্ন:৫
কী কী অবস্থায় হার্দ-উৎপাদ (Cardiac output) বৃদ্ধি পায় ?
উত্তর:
ভারী ব্যায়াম বা পেশি সঞ্চালন, উত্তেজনাপূর্ণ মুহুর্তে, জ্বর ও থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তায় হার্দ-উৎপাদ উল্লেখযােগ্যভাবে বৃদ্ধি পায়। তা ছাড়া খাদ্যবস্তুর গ্রহণ, পরিপাক, অধিক CO2, O2-এর অভাব, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন প্রভৃতি হার্দ-উৎপাদকে বৃদ্ধি করে। পূর্ণ গর্ভাবস্থায় হার্দ-উৎপাদ প্রায় 45-85 শতাংশ বৃদ্ধি পায়।
প্রশ্ন:৬
নীলব্যাধি (Cyanosis) কী ?
নীলব্যাধি (Cyanosis) কী ?
উত্তর:
রক্তে বিজারিত হিমােগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পেলে নীলব্যাধি হয়। এই রােগে ত্বক এবং মিউকাস পর্দা নীলবর্ণ ধারণ করে। এটি দেহের কোনাে সুনির্দিষ্ট স্থানে কিংবা সাধারণভাবে হতে পারে। নীলব্যাধি সাধারণত ঠোঁট, নাক, গলা, কান, হাত ও পায়ে পরিলক্ষিত হয়।
প্রশ্ন:৭
কী কী অবস্থায় হার্দ-উৎপাদ হ্রাস পায় ?
কী কী অবস্থায় হার্দ-উৎপাদ হ্রাস পায় ?
উত্তর:
রক্তস্রাব, হৃদরােগ, থাইরয়েড গ্রন্থির স্বল্পক্ষরণ ইত্যাদিতে হার্দ-উৎপাদ হ্রাস পায়।
প্রশ্ন:৮
করােনারি হৃদরােগে হৃদপেশির অবক্ষয় (myocardial infraction) কেন হয় ?
করােনারি হৃদরােগে হৃদপেশির অবক্ষয় (myocardial infraction) কেন হয় ?
উত্তর:
করােনারি হৃদরােগে হৃদপেশিতে রক্তপ্রবাহ অর্থাৎ অক্সিজেন সরবরাহ প্রয়ােজনের তুলনায় কম হওয়ার ফলে হৃদপেশির কর্মক্ষমতা হ্রাস পায়; এর ফলে হৃদপেশির অবক্ষয় হয়। হৃদপেশির দীর্ঘস্থায়ী অবক্ষয়ে হৃৎপিণ্ড বিকল হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু ঘটে।
প্রশ্ন:৯
কোন্ কোন হরমােন রক্তচাপ বৃদ্ধি করে ?
উত্তর:
অ্যাড্রিনাল মেডালা থেকে ক্ষরিত অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন এবং পিটুইটারি গ্রন্থি নিঃসৃত পিটুইট্রিন রক্তনালির সংকোচন ঘটিয়ে রক্তচাপ বৃদ্ধি করে। তা ছাড়া বৃক্কে সংশ্লেষিত রেনিনের প্রভাবে উৎপন্ন অ্যানজিওটেনসিন (Angiotensin) রক্তচাপ বৃদ্ধি করে।
প্রশ্ন:১০
নিম্ন রক্তচাপ (Low blood pressure) বলতে কী বােঝায় ?
উত্তর:
সংকোচী রক্তচাপ 100 mm এবং প্রসারী চাপ 50 mm পারদ চাপের কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে।
✸✸✸
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩২[PREV]
⚡মানব শারীরবিদ্যা, সেট ৩৪[NEXT]
✸✸✸

Comments
Post a Comment