মেহেরগড় সভ্যতার অবস্থান ও কালসীমা (Location and Chronology of the Mehrgarh Civilization)
মানব শারীরবিদ্যা
প্রশ্ন:১
প্লুরা (pleura) কী ?
উত্তর:
ফুসফুসের চারদিকে একটি পাতলা, স্বচ্ছ, দ্বিস্তরবিশিষ্ট আবরণ থাকে, একে বলা হয় প্লুরা।
প্রশ্ন:২
ফুসফুসের তল তিনটি কী কী ?
উত্তর:
ফুসফুসের বাইরের উত্তল, পশ্চাতের অর্ধচন্দ্রাকার এবং ভিতরের অবতল তলগুলিকে যথাক্রমে কস্টাল, ডায়াফ্রামাটিক এবং মেডিয়াস্টিনাল তল বলা হয়।
প্রশ্ন:৩
প্লুরা-এর কাজ কী ?
উত্তর:
কাজ— প্লুরা তরল তিন ধরনের কাজ করে, যথা—
(i) ফুসফুসকে বাধাহীন গতি সম্পন্ন হতে সাহায্য করে।
(ii) ফুসফুসকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে।
(iii) ফুসফুসকে প্রসারিত অবস্থায় থাকতে সাহায্য করে এবং প্লুরাকে একত্রিত রাখে।
প্রশ্ন:৪
বায়ুথলি বা অ্যালভিওলাই কাকে বলে ?
উত্তর:
ফুসফুসে প্রতিটি প্রান্তীয় উপক্লোমশাখা পর্যায়ক্রমিকভাবে বিভক্ত হয়ে যথাক্রমে শ্বসন উপক্লোমশাখা এবং অ্যালভিওলার নালি সৃষ্টি করে। অ্যালভিওলার নালিগুলি অ্যালভিওলার থলিতে উন্মুক্ত হয়। প্রতিটি অ্যালভিওলার থলিতে 6 থেকে 8 টি উপবৃদ্ধি (outgrowth) থাকে যাদের বলা হয় অ্যালভিওলাই বা বায়ুথলি।
প্রশ্ন:৫
ল্যারিংক্স কী ? এর অবস্থান ও কাজ উল্লেখ করো।
উত্তর:
ল্যারিংক্স একটি ছােটো পাতলা প্রাচীরবিশিষ্ট শাসতন্ত্রের নলাকার অংশ। মানুষের গ্লটিস থেকে ট্রাকিয়া পর্যন্ত বিস্তৃত নালিবিশেষ।
ল্যারিংক্স গলদেশে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গ্রীবা কশেরুকার (cervical vertebrae) তলে হাইওয়েড অস্থির ঠিক নীচে অবস্থিত। ল্যারিংক্স-এর প্রধান কাজ স্বর বা ধ্বনি সৃষ্টি করা। নিশ্বাস বায়ু নির্গমনের সময় স্বরনালির স্বরতন্ত্রীর (vocal cords) কম্পনে স্বর বা ধ্বনি সৃষ্টি হয়।
প্রশ্ন:৬
কোন্ পথে ফুসফুসে রক্ত ও লসিকাবাহ, মুখ্য ক্লোমশাখা এবং স্নায়ু ফুসফুসে প্রবেশ করে ?
উত্তর:
মেডিয়াস্টিনাল তলের ত্রিকোণাকৃতি অঞ্চলের (হাইলাম) মধ্য দিয়ে রক্ত ও লসিকাবাহ, মুখ্য ক্লোমশাখা এবং স্নায়ু ফুসফুসে প্রবেশ করে।
প্রশ্ন:৭
ল্যারিংক্স চুপসে যায় না কেন ?
উত্তর:
ল্যারিংক্সে একটি ক্রিকয়েড, একটি থাইরয়েড এবং দুটি অ্যারিটিনয়েডস কার্টিলেজ আবৃত থাকে। এর ফলে ল্যারিংক্স চুপসে যায় না।
প্রশ্ন:৮
হৃদখাঁজ (cardiac notch) কী ?
উত্তর:
বাম ফুসফুসে একটি খাঁজ থাকে যা হৃৎপিণ্ডকে ধারণ করে। একে হৃদখাঁজ বলে।
প্রশ্ন:৯
প্লুরিসি (pleurisy) কী ?
উত্তর:
এটি ফুসফুসের আবরণ অর্থাৎ প্লুরার প্রদাহজনিত একধরনের রােগ। এই রােগে প্লুরার স্তর দুটি (ভিসেরাল স্তর ও প্যারাইটাল স্তর) আক্রান্ত হয়ে স্ফীত হয়। এর ফলে স্বাভাবিক শ্বসন ক্রিয়ায় বিঘ্ন ঘটে।
প্রশ্ন:১০
প্লুরা তরল (pleural fluid) কোথায় থাকে ?
উত্তর:
প্লুরার অন্তঃস্তর (ভিসেরাল প্লিউরােন) ও বহিঃস্তরের (প্যারাইটাল প্লিউরােন) মধ্যবর্তী সংকীর্ণ গহ্বরে (Pleural cavity) প্লুরা তরল থাকে।

Comments
Post a Comment