নিউটনের গতিসূত্র
❂প্রশ্ন:১
তােমার কাছে দুটি বল আছে। প্রথম বলটির ভর 40 g এবং দ্বিতীয় বলটির ভর 80 g। প্রথম বলটিকে 10 cm.s^-1 বেগে এবং দ্বিতীয় বলটিকে 5 cm.s^-1 বেগে ছোঁড়া হল। এখন প্রথম বলটির ভরবেগ—
(a) দ্বিতীয় বলটির ভরবেগের সমান
(b) দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে বেশি
(c) দ্বিতীয় বলটির ভরবেগের চেয়ে কম
উত্তর: A
❂প্রশ্ন:২
20 kg ভরের বস্তুতে 4 m.s^-2 ত্বরণ উৎপন্ন করতে যে মানের বল প্রয়ােজন তা হল—
(a) 80 N
(b) 5 N
(c) 8 N
উত্তর: A
❂প্রশ্ন:৩
1 kg-wt বল 1 N বলের—
(a) সমান
(b) চেয়ে বেশি
(c) চেয়ে কম
উত্তর: B
❂প্রশ্ন:৪
বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের গতিসম্পৰ্কীয় যে সূত্র থেকে তা হল—
(a) প্রথম সূত্র
(b) দ্বিতীয় সূত্র
(c) তৃতীয় সূত্র
উত্তর: A
❂প্রশ্ন:৫
1 g.wt =
(a) 1 N
(b) 1 dyn
(c) 981 dyn
উত্তর: C
❂প্রশ্ন:৬
টেবিলের ওপর তােমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে, কারণ—
(a) বইটির ওপর সমান মানের ক্রিয়া ও প্রতিক্রিয়া কাজ করছে
(b) বইটির ওপর টেবিল প্রতিক্রিয়া বল প্রয়ােগ করছে
(c) বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি শূন্য
উত্তর: C
❂প্রশ্ন:৭
বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনাে মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি—
(a) ত্বরণসহ চলতে থাকবে
(b) সমবেগে চলতে থাকবে
(c) থেমে যাবে
উত্তর: B
❂প্রশ্ন:৮
একটি ফাঁকা লরি এবং অনুরূপ একটি বালিবােঝাই লরি একই বেগে যাচ্ছে। বালিবােঝাই লরির ভরবেগ ফাঁকা লরির ভরবেগের—
(a) সমান
(b) বেশি
(c) কম
উত্তর: B
❂প্রশ্ন:৯
তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হল—
(a) ভরবেগ
(b) বেগ
(c) ত্বরণ
উত্তর: A
❂প্রশ্ন:১০
100 kg ভরের একটি বস্তুর ভরবেগ 8000 Kg. m.s^-1 | বস্তুটির বেগ হল—
(a) 80 m.s^-1
(b) 8*10^5 m.s^-1
(c) 80 cm.s^-1
উত্তর: A
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉নিউটনের গতিসূত্র সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment