নদী, হিমবাহ ও বায়ুর কাজ
📚প্রশ্ন:১
উচ্চগতিতে নদীর প্রধান কাজ হল :
(a) ক্ষয়
(b) বহন
(c) সঞ্চয়
উত্তর:
ক্ষয়।
📚প্রশ্ন:২
তির্যক বালিয়াড়িকে বলে :
(a) সিফ
(b) বার্খান
(c) লােয়েস
উত্তর:
বার্খান।
📚প্রশ্ন:৩
হিমবাহে ঢাকা নদীখাতে হিমবাহ বাহিত নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সঞ্চিত হয়ে যে দীর্ঘ, স্বল্প উঁচু আঁকাবাঁকা শৈলশিরার মতাে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে :
(a) কেম
(b) এসকার
(c) কেটেল
উত্তর:
এসকার।
📚প্রশ্ন:৪
সমপ্রায় ভূমিতে অবস্থিত গােলাকার অনুচ্চ টিলাকে বলা হয় :
(a) মােনাডনক
(b) গৌর
(c) টিল
উত্তর:
মােনাডনক।
📚প্রশ্ন:৫
বায়ুপ্রবাহের দ্বারা সূক্ষ্ম বালুকণা বহুদুরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে বলা হয় :
(a) পেডিমেন্ট
(b) লােয়েস
(c) মােনাডনক
উত্তর:
লােয়েস।
📚প্রশ্ন:৬
হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্টি হয় :
(a) রসে মােতানে
(b) ড্রামলিন
(c) ঝুলন্ত উপত্যকা
উত্তর:
ড্রামলিন।
📚প্রশ্ন:৭
ড্রামলিন হল :
(a) নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ
(b) হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ
(c) বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ
উত্তর:
হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ।
📚প্রশ্ন:৮
রাজস্থানের মরুভূমি অঞ্চলে চলন্ত বালিয়াড়িকে :
(a) ধ্রিয়ান বলা হয়
(b) জুগ্যান বলা হয়
(c) টিল বলা হয়
উত্তর:
ধ্রিয়ান বলা হয়।
📚প্রশ্ন:৯
প্রায় সমতল মরুপ্রান্তরে কঠিন শিলায় গঠিত যে সমস্ত অনুচ্চ টিলা দেখা যায় তাদের :
(a) বার্গস্রুন্ড বলে
(b) ভেন্টিফ্যাক্ট বলে
(c) ইনসেলবার্জ বলে
উত্তর:
ইনসেলবার্জ বলে।
📚প্রশ্ন:১০
হিমবাহের সঞ্চয়কার্যের ফলে প্রান্ত গ্রাবরেখায় সৃষ্টি হওয়া ত্রিকোণাকার ভূমিকে বলে :
(a) পলল ব্যজনী
(b) কেম্
(c) বদ্বীপ
উত্তর:
কেম্।
-------------------------------------------------------------------------------------------------------
⚡নদী, হিমবাহ ও বায়ুর কাজ সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
⚡নদী, হিমবাহ ও বায়ুর কাজ সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
-------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment