ভারতের জলবায়ু
প্রশ্ন:১
কর্কটক্রান্তিরেখার অবস্থান ভারতের জলবায়ুকে প্রভাবিত :
(a) করে
(b) করে না
উত্তর: করে না ।
প্রশ্ন:২
পৃথিবীর মধ্যে সর্বাধিক বর্ষণসিক্ত অঞ্চল চেরাপুঞ্জি-মৌসিনরাম অঞ্চলের নিকটবর্তী শিলং শহরে বছরে গড়ে বৃষ্টিপাত হয় :
(a) ১,৪০০ সেন্টিমিটার
(b) ৭৫০ সেন্টিমিটার
(c) ২৫০ সেন্টিমিটার
উত্তর: ২৫০ সেন্টিমিটার ।
প্রশ্ন:৩
ভারতেও রাশিয়া এবং চিনের মতাে তীব্র শীতের প্রাবল্য দেখা যেত যে পর্বতটি না থাকলে সেটি হল :
(a) হিমালয়
(b) কারাকোরাম
(c) বিন্ধ্য পর্বত
উত্তর: হিমালয় ।
প্রশ্ন:৪
অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে :
(a) কালবৈশাখী নামে পরিচিত
(b) আশ্বিনের ঝড় নামে পরিচিত
(c) পশ্চিমী ঝঞ্ঝা নামে পরিচিত
উত্তর: আশ্বিনের ঝড় নামে পরিচিত ।
প্রশ্ন:৫
আম্রবৃষ্টি দেখা যায় :
(a) উত্তর ভারতে
(b) পূর্ব ভারতে
(c) দক্ষিণ ভারতে
উত্তর: দক্ষিণ ভারতে ।
প্রশ্ন:৬
শীতল পার্বত্য জলবায়ুর প্রভাব দেখা যায় ভারতের :
(a) উত্তর ভাগে
(b) দক্ষিণ ভাগে
(c) উত্তর-পশ্চিম ভাগে
উত্তর: উত্তর ভাগে ।
প্রশ্ন:৭
দক্ষিণ ভারতের জলবায়ু :
(a) চরমভাবাপন্ন প্রকৃতির
(b) সমভাবাপন্ন প্রকৃতির
(c) নাতিশীতােষ্ণ প্রকৃতির
উত্তর: সমভাবাপন্ন প্রকৃতির ।
প্রশ্ন:৮
বছরে দু'বার বৃষ্টিপাত হয় :
(a) ভারতের মালবার উপকূলে
(b) কোঙ্কণ উপকূলে
(c) করমণ্ডল উপকূলে
উত্তর: করমণ্ডল উপকূলে ।
প্রশ্ন:৯
দক্ষিণ ভারতের উল্লেখযােগ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল :
(a) লাদাখ
(b) শিলং
(c) মালনাদ
উত্তর: মালনাদ ।
প্রশ্ন:১০
মৌসুমি বিস্ফোরণ হয় :
(a) বর্ষাকালে
(b) গ্রীষ্মকালে
(c) শরৎকালের শেষে
উত্তর: বর্ষাকালে ।
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ভারতের জলবায়ু সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
Comments
Post a Comment