বায়ুমন্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ
📚প্রশ্ন:১
প্রতি ১ হাজার মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পায় :
(a) ৬.২° সেলসিয়াস
(b) ৬.৪° সেলসিয়াস
(c) ৬.৮° সেলসিয়াস
উত্তর:
৬.৪° সেলসিয়াস।
📚প্রশ্ন:২
বায়ুর চাপ মাপা হয় :
(a) থার্মোমিটার যন্ত্রের সাহায্যে
(b) হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে
(c) ব্যারােমিটার যন্ত্রের সাহায্যে
উত্তর:
ব্যারােমিটার যন্ত্রের সাহায্যে।
📚প্রশ্ন:৩
উত্তর গােলার্ধের উত্তরমুখী ঢালে অবস্থিত স্থানগুলির তুলনায় দক্ষিণমুখী ঢালে অবস্থিত স্থানগুলি :
(a) উষ্ণতর হয়
(b) শীতলতর হয়
(c) সমভাবাপন্ন হয়
উত্তর:
উষ্ণতর হয়।
📚প্রশ্ন:৪
সূর্য প্রায় সারাবছর লম্বভাবে কিরণ দেয় :
(a) কর্কটক্রান্তি রেখায়
(b) মকরক্রান্তি রেখায়
(c) নিরক্ষরেখায়
উত্তর:
নিরক্ষরেখায়।
📚প্রশ্ন:৫
প্রতি ১০০০ মিটার উচ্চতায় উষ্ণতা কমে :
(a) ৫.৪° সেলসিয়াস হিসাবে
(b) ৬.৪° সেলসিয়াস হিসাবে
(c) ৬.৭° সেলসিয়াস হিসাবে
উত্তর:
৬.৪° সেলসিয়াস হিসাবে।
📚প্রশ্ন:৬
প্রায় একই অক্ষাংশে অবস্থিত ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ভারতের জলবায়ু :
(a) উষ্ণতর
(b) শীতলতর
(c) সমভাবাপন্ন
উত্তর:
উষ্ণতর।
📚প্রশ্ন:৭
সূর্যকিরণ থেকে পৃথিবীতে মােট যে পরিমাণ তাপ আসে তার ৩৪% উত্তাপ মেঘ, ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়,—এই ঘটনাকে বলা হয় :
(a) এলনিনাে
(b) অ্যালবেডাে
(c) গ্লোবাল ওয়ার্মিং
উত্তর:
অ্যালবেডাে।
📚প্রশ্ন:৮
লম্বভাবে পতিত সূর্যকিরণের তুলনায় তির্যকভাবে পতিত সূর্যকিরণে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় :
(a) কম
(b) একই
(c) বেশি
উত্তর:
কম।
📚প্রশ্ন:৯
নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি ১° অক্ষাংশের ব্যবধানে উত্তাপ ক্রমশ কমতে থাকে :
(a) ০.২৮° সেলসিয়াস
(b) ০.৩৮° সেলসিয়াস
(c) ০.৪৮° সেলসিয়াস
উত্তর:
০.২৮° সেলসিয়াস।
📚প্রশ্ন:১০
ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল :
(a) শিলং
(b) দার্জিলিং
(c) দেরাদুন
উত্তর:
শিলং।
--------------------------------------------------------------------------------------------------------------
👉"বায়ুমন্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ" সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
--------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment