ভারতের নদনদী
প্রশ্ন:১
ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম :
(a) সিন্ধু
(b) ব্রহ্মপুত্র
(c) গঙ্গা
উত্তর: গঙ্গা ।
প্রশ্ন:২
গঙ্গানদীর প্রধান শাখা নদীটির নাম :
(a) যমুনা
(b) পদ্মা
(c) হুগলি
উত্তর: পদ্মা ।
প্রশ্ন:৩
জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর শহরটি :
(a) শতলজ নদীর তীরে অবস্থিত
(b) বিতস্তা নদীর তীরে অবস্থিত
(c) বিপাশা নদীর তীরে অবস্থিত
উত্তর: বিতস্তা নদীর তীরে অবস্থিত ।
প্রশ্ন:৪
ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম হল :
(a) কৃষ্ণা ও কাবেরী
(b) নর্মদা ও তাপ্তি
(c) গঙ্গা ও ব্রহ্মপুত্র
উত্তর: নর্মদা ও তাপ্তি ।
প্রশ্ন:৫
হাওড়া ও কলকাতা শহরের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার সময় গঙ্গার নাম হয় :
(a) ভাগীরথী নদী
(b) হুগলি নদী
(c) নর্মদা নদী
উত্তর: হুগলি নদী ।
প্রশ্ন:৬
হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গােমুখ গুহা থেকে উৎপন্ন হওয়ার ঠিক পরেই গঙ্গা :
(a) ভাগীরথী নামে পরিচিত হয়
(b) অলকানন্দা নামে পরিচিত হয়
(c) মন্দাকিনী নামে পরিচিত হয়
উত্তর: ভাগীরথী নামে পরিচিত হয় ।
প্রশ্ন:৭
তিব্বতে ‘সাংপাে’ নামে পরিচিত নদটি হল :
(a) সিন্ধু
(b) গঙ্গা
(c) ব্রহ্মপুত্র
উত্তর: ব্রহ্মপুত্র ।
প্রশ্ন:৮
ভারতের যে নদীটি সর্বাধিক পরিমাণ জল বহন করে তার নাম :
(a) ব্রহ্মপুত্র
(b) সিন্ধু
(c) গঙ্গা
উত্তর: ব্রহ্মপুত্র ।
প্রশ্ন:৯
সিন্ধু নদ উৎপন্ন হয়েছে তিব্বতের মানসসরােবরের নিকটবর্তী :
(a) চেমায়ুন-দুং হিমবাহ থেকে
(b) সিন-কা-বাব জলধারা থেকে
(c) গঙ্গোত্রী হিমবাহ থেকে
উত্তর: সিন-কা-বাব জলধারা থেকে ।
প্রশ্ন:১০
তিস্তা নদীটি উৎপন্ন হয়েছে :
(a) গঙ্গোত্রী হিমবাহ থেকে
(b) জেমু হিমবাহ থেকে
(c) সিন-কা-বাব হিমবাহ থেকে
উত্তর: জেমু হিমবাহ থেকে ।
*********************************************************************
👉ভারতের নদনদী সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
*********************************************************************
Comments
Post a Comment