পদার্থ ও রসায়ন বিদ্যা⋙পরিমাপের পদ্ধতি
☆প্রশ্ন:১
স্কেলার রাশিটি চিহ্নিত করাে—
(a) ত্বরণ
(b) ভরবেগ
(c) কার্য
উত্তর: C
☆প্রশ্ন:২
ভেক্টর রাশিটি চিহ্নিত করাে—
(a) দ্রুতি
(b) ভর
(c) সরণ
উত্তর: C
☆প্রশ্ন:৩
দৌড় প্রতিযােগিতায় ব্যবহৃত হয়—
(a) দেওয়াল ঘড়ি
(b) স্টপওয়াচ
(c) রিস্টওয়াচ
উত্তর: B
☆প্রশ্ন:৪
কোনাে পদার্থের ভর, আয়তন এবং ঘনত্ব যথাক্রমে x, y, z হলে এদের মধ্যে সঠিক সম্পর্কটি হল—
(a) xyz = 1
(b) xz = y
(c) x= yz
উত্তর: C
☆প্রশ্ন:৫
মন্দনের মাত্রা হল—
(a) LT^-1 LT
(b) LT^-2
(c) LT
উত্তর: B
☆প্রশ্ন:৬
Sl- তে ভরের একক—
(a) g
(b) L
(c) kg
উত্তর: C
☆প্রশ্ন:৭
যে রাশি প্রকাশের জন্য মান ও অভিমুখ উভয়েরই প্রয়োজন তাকে বলে—
(a) ভেক্টর রাশি
(b) স্কেলার রাশি
(c) ভৌত রাশি
উত্তর: A
☆প্রশ্ন:৮
একটি বস্তুর ঘনত্ব 4 gm. cm^-3 এবং আয়তন 20 cc হলে বস্তুটির ভর হবে—
(a) 80 g
(b) 40 g
(c) 5g
উত্তর: A
☆প্রশ্ন:৯
কোনাে ফাঁপা সােনার বস্তুর ঘনত্ব নিরেট সােনার বস্তুর ঘনত্বের তুলনা করে পাওয়া যায়—
(a) ফাঁপা বস্তুর ক্ষেত্রে বেশি
(b) উভয়ই সমান
(c) ফাঁপা বস্তুর ক্ষেত্রে কম
উত্তর: B
☆প্রশ্ন:১০
আয়তনের একক—
(a) মূল একক
(b) লব্ধ একক
(c) ওপরের কোনােটিই নয়
উত্তর: B
==============================================================
👉পরিমাপের পদ্ধতি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
==============================================================
Comments
Post a Comment