বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
বাস্পমোচন টান সৃষ্টি হয় জাইলেমের -
( a ) ট্রাকীডে
( b ) ট্রাকীয়ায়
( c ) জাইলেম প্যারেনকাইমায়
( d ) জাইলেম তন্তুতে
উত্তর।।
বাষ্পমােচন টান সৃষ্টি হয় জাইলেমের ট্রাকীয়ায়।
👉প্রশ্ন ২
লসিকা উৎপন্ন হয় -
( a ) লসিকারস থেকে
( b ) রক্তরস থেকে
( c ) কলারস থেকে
( d ) সিরাম থেকে
উত্তর।।
লসিকা উৎপন্ন হয় কলারস থেকে ।
👉প্রশ্ন ৩
লােহিত কণিকার আয়ু -
( a ) 30 দিন
( b ) 60 দিন
( c ) 120 দিন
( d ) 150 দিন
উত্তর।।
লােহিত কণিকার আয়ু 120 দিন।
👉প্রশ্ন ৪
লসিকায় উপস্থিত রক্তকণিকাটি হল-
( a ) বেসােফিল
( b ) লিম্ফোসাইট
( c ) RBC
( d ) নিউট্রোফিল
উত্তর।।
লসিকায় উপস্থিত রক্তকণিকাটি হল লিম্ফোসাইট।
👉প্রশ্ন ৫
কোন্ রক্তবাহের স্পন্দন আছে ?
( a ) শিরা
( b ) ধমনি
( c ) জালক
( d ) লসিকাবাহ
উত্তর।।
ধমনির স্পন্দন আছে ।
👉প্রশ্ন ৬
কোনাে অ্যান্টিজেন থাকে না -
( a ) A - বিভাগের রক্তে
( b ) B - বিভাগের রক্তে
( c ) o - বিভাগের রক্তে
( d ) AB - বিভাগের রক্তে
উত্তর।।
O - বিভাগের রক্তে কোনাে অ্যান্টিজেন থাকে না ।
👉প্রশ্ন ৭
মানবদেহের কোন কোশে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না ?
( a ) স্নায়ুকোশ
( b ) লােহিত রক্তকণিকা
( c ) শ্বেতরক্ত কণিকা
( d ) পেশিকোশ
উত্তর।।
মানবদেহের লােহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না।
👉প্রশ্ন ৮
জালক একস্তরযুক্ত -
( a ) পেশিকলা দ্বারা গঠিত
( b ) যােগকলা দ্বারা গঠিত
( c ) আবরণীকলা দ্বারা গঠিত
( d ) স্নায়ুকলা দ্বারা গঠিত
উত্তর।।
জালক একস্তরযুক্ত আবরণীকলা দ্বারা গঠিত।
👉প্রশ্ন ৯
অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে -
( a ) রক্তরসে
( b ) লােহিত কণিকায়
( c ) শ্বেতকণিকায়
( d ) অণুচক্রিকায়
উত্তর।।
অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে রক্তরসে ।
👉প্রশ্ন ১০
হিস্টামিন ক্ষরিত হয় -
( a ) RBC থেকে
( b ) WBC থেকে
( c ) লসিকা থেকে
( d ) অণুচক্রিকা থেকে
উত্তর।।
হিস্টামিন ক্ষরিত হয় WBC থেকে ।

Comments
Post a Comment