নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
বাস্পমোচন টান সৃষ্টি হয় জাইলেমের -
( a ) ট্রাকীডে
( b ) ট্রাকীয়ায়
( c ) জাইলেম প্যারেনকাইমায়
( d ) জাইলেম তন্তুতে
উত্তর।।
বাষ্পমােচন টান সৃষ্টি হয় জাইলেমের ট্রাকীয়ায়।
👉প্রশ্ন ২
লসিকা উৎপন্ন হয় -
( a ) লসিকারস থেকে
( b ) রক্তরস থেকে
( c ) কলারস থেকে
( d ) সিরাম থেকে
উত্তর।।
লসিকা উৎপন্ন হয় কলারস থেকে ।
👉প্রশ্ন ৩
লােহিত কণিকার আয়ু -
( a ) 30 দিন
( b ) 60 দিন
( c ) 120 দিন
( d ) 150 দিন
উত্তর।।
লােহিত কণিকার আয়ু 120 দিন।
👉প্রশ্ন ৪
লসিকায় উপস্থিত রক্তকণিকাটি হল-
( a ) বেসােফিল
( b ) লিম্ফোসাইট
( c ) RBC
( d ) নিউট্রোফিল
উত্তর।।
লসিকায় উপস্থিত রক্তকণিকাটি হল লিম্ফোসাইট।
👉প্রশ্ন ৫
কোন্ রক্তবাহের স্পন্দন আছে ?
( a ) শিরা
( b ) ধমনি
( c ) জালক
( d ) লসিকাবাহ
উত্তর।।
ধমনির স্পন্দন আছে ।
👉প্রশ্ন ৬
কোনাে অ্যান্টিজেন থাকে না -
( a ) A - বিভাগের রক্তে
( b ) B - বিভাগের রক্তে
( c ) o - বিভাগের রক্তে
( d ) AB - বিভাগের রক্তে
উত্তর।।
O - বিভাগের রক্তে কোনাে অ্যান্টিজেন থাকে না ।
👉প্রশ্ন ৭
মানবদেহের কোন কোশে পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না ?
( a ) স্নায়ুকোশ
( b ) লােহিত রক্তকণিকা
( c ) শ্বেতরক্ত কণিকা
( d ) পেশিকোশ
উত্তর।।
মানবদেহের লােহিত রক্তকণিকায় পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না।
👉প্রশ্ন ৮
জালক একস্তরযুক্ত -
( a ) পেশিকলা দ্বারা গঠিত
( b ) যােগকলা দ্বারা গঠিত
( c ) আবরণীকলা দ্বারা গঠিত
( d ) স্নায়ুকলা দ্বারা গঠিত
উত্তর।।
জালক একস্তরযুক্ত আবরণীকলা দ্বারা গঠিত।
👉প্রশ্ন ৯
অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে -
( a ) রক্তরসে
( b ) লােহিত কণিকায়
( c ) শ্বেতকণিকায়
( d ) অণুচক্রিকায়
উত্তর।।
অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি থাকে রক্তরসে ।
👉প্রশ্ন ১০
হিস্টামিন ক্ষরিত হয় -
( a ) RBC থেকে
( b ) WBC থেকে
( c ) লসিকা থেকে
( d ) অণুচক্রিকা থেকে
উত্তর।।
হিস্টামিন ক্ষরিত হয় WBC থেকে ।
Comments
Post a Comment