বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
জীবনবিজ্ঞান>>সংবহন
👉প্রশ্ন ১
জলরন্ধ্র মারফত জল নির্গমনের প্রক্রিয়াকে বলে
( a ) বাষ্পমােচন
( b ) নিঃস্রাবণ
( c ) ব্যাপন
( d ) অভিস্রবণ
উত্তর।।
জলরন্ধ্র মারফত জল নির্গমনের প্রক্রিয়াকে বলে নিঃস্রাবণ।
👉প্রশ্ন ২
বায়ুর চাপ কমলে বাষ্পমােচনের হার —
( a ) বাড়ে
( b ) কমে
( c ) একই থাকে
উত্তর।।
বায়ুর চাপ কমলে বাম্পমােচনের হার কমে ।
👉প্রশ্ন ৩
প্যাসেজ কোশ থাকে -
( a ) জাইলেম
( b ) ফ্লোয়েম
( c ) এন্ডোডার্মিসে
( d ) পরিচক্রে
উত্তর।।
প্যাসেজ কোশ থাকে পরিচক্রে ।
👉প্রশ্ন ৪
চালুনিচ্ছদা থাকে
( a ) আইলেমে
( b ) ফ্লোয়েমে
( c ) কোলেনকাইমায়
( d ) প্যারেনকাইমায়
উত্তর।।
চালুনিচ্ছদা থাকে ফ্লোয়েমে ।
👉প্রশ্ন ৫
হিমােগ্লোবিনের গ্লোবিন অংশটি হল -
( a ) শর্করা
( b ) প্রােটিন
( c ) ফ্যাট
( d ) লিপিড
উত্তর।।
হিমােগ্লোবিনের গ্লোবিন অংশটি হল প্রোটিন ।
👉প্রশ্ন ৬
রক্ততঞ্চন ব্যাহত হয় —
( a ) vit - A
( b ) vit - C
( c ) vit - E
( d ) vit - K - এর অভাবে
উত্তর।।
রক্ততঞ্চন ব্যাহত হয় vit - K - এর অভাবে ।
👉প্রশ্ন ৭
Rh - ফ্যাক্টর হল একপ্রকার
( a ) লিপিড
( b ) ভিটামিন
( c ) অ্যান্টিজেন
( d ) কার্বোহাইড্রেট
উত্তর।।
Rh - ফ্যাক্টর হল একপ্রকার অ্যান্টিজেন ।
👉প্রশ্ন ৮
নিউট্রোফিল বাদে রক্তের আর কোন উপাদান দেহে প্রবিষ্ট রােগজীবাণুকে ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে ?
( a ) লিম্ফোসাইট
( b ) মনােসাইট
( c ) ইওসিনােফিল
( d ) বেসােফিল
উত্তর।।
নিউট্রোফিল বাদে রক্তের মনােসাইট দেহে প্রবিষ্ট রােগজীবাণুকে ফ্যাগােসাইটোসিস পদ্ধতিতে ধ্বংস করে
Comments
Post a Comment