বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
গণিত অনুশীলন⋙সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য
📚প্রশ্ন ১
একটি আয়তাকার ঘরের প্রস্থ 8 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, ঘরটির প্রস্থের দিকের প্রতিটি দেওয়ালের ক্ষেত্রফল কত ?
a. 16 বর্গমিটার
b. 26 বর্গমিটার
c. 40 বর্গমিটার
d. 60 বর্গমিটার
উত্তর
40 বর্গমিটার
📚প্রশ্ন ২
একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 7 সেমি হলে, চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত ?
a. 66 বর্গসেমি
b. 132 বর্গসেমি
c. 176 বর্গসেমি
d. 216 বর্গসেমি
উত্তর
132 বর্গসেমি
📚প্রশ্ন ৩
একটি ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 7 সেমি হলে, চোঙটির ভিতরের ফাঁপা অংশের আয়তন বা ঘনফল কত ?
a. 154 ঘনসেমি
b. 176 ঘনসেমি
c. 198 ঘনসেমি
d. 216 ঘনসেমি
উত্তর
198 ঘনসেমি
📚প্রশ্ন ৪
একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের পরিবর্তন 10% এবং ও উচ্চতার পরিবর্তন 5% হলে, চোঙটির আয়তন কত শতাংশ পরিবর্তন হবে ?
a. 27.05%
b. 17.06%
c. 13.08%
d. 22.07%
উত্তর
27.05%
📚প্রশ্ন ৫
টাকায় 6টি লজেন্স কিনে টাকায় ক'টি বিক্রি করলে 20% লাভ হবে ?
a. 3টি
b. 4টি
c. 5টি
d. 7টি
উত্তর
7টি
📚প্রশ্ন ৬
112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন সংখ্যা দ্বারা গুন করলে গুনফল পূর্ণবর্গ হবে ?
a. 3
b. 7
c. 5
d. 9
উত্তর
7
📚প্রশ্ন ৭
চার অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দ্বারা বিভাজ্য ?
a. 1260
b. 1275
c. 1320
d. 1465
উত্তর
1260
📚প্রশ্ন ৮
আয়কর 10% বৃদ্ধি পেয়ে 15% হওয়ায় কোনও এক ব্যক্তিকে 150 টাকা বেশি দিতে হয়। তাঁর আয় কত ?
a. 3000 টাকা
b. 2500 টাকা
c. 4000 টাকা
d. 6000 টাকা
উত্তর
3000 টাকা
📚প্রশ্ন ৯
12 জন বালকের মোট বয়স 90 বছর। 6 মাস পর তাদের গড় বয়স কত হবে ?
a. 8 বছর
b. 10 বছর
c. 12 বছর
d. 18 বছর
উত্তর
8 বছর
📚প্রশ্ন ১০
160 -এর 15% -এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 -এর 25% -এর সমান হবে
a. 30
b. 34
c. 36
d. 38
উত্তর
36
🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇
🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇🟇
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
নিচের গণিত অনুশীলন সেটগুলি দেখুন
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
⚡গণিত অনুশীলন দিন ১
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Comments
Post a Comment