বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন
⭐প্রশ্ন:১
দিল্লির লালকেল্লায় বন্দি আজাদ হিন্দ ফৌজের বিচার শুরু হয়েছিল—
(a) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: C
⭐প্রশ্ন:২
বাংলায় স্বদেশি আন্দোলনের সঙ্গে যুক্ত একজন নেত্রীর নাম হল—
(a) সরোজিনী নাইডু
(b) বীণা দাশ
(c) শ্রীমতি অ্যানি বেসান্ত
(d) সরলাদেবী চৌধুরানী
উত্তর: D
⭐প্রশ্ন:৩
ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয়—
(a) জয়প্রকাশ নারায়ণ
(b) ড. রামমনােহর লােহিয়া
(c) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
(d) অচ্যুত পট্টবর্ধন
উত্তর: C
⭐প্রশ্ন:৪
জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়ে ভারতের ভাইসরয় ছিলেন—
(a) জন লরেন্স
(b) নর্থ ব্রুক
(c) ডাফরিন
(d) ক্যানিং
উত্তর: C
⭐প্রশ্ন:৫
কবে ‘মন্ত্রী মিশন’ ভারতে আসে—
(a) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৪ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৫ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: D
⭐প্রশ্ন:৬
মুসলিম লিগের লাহাের প্রস্তাব গৃহীত হয়—
(a) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(b) ১৯৪০ খ্রিস্টাব্দে
(c) ১৯৪২ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৪ খ্রিস্টাব্দে
উত্তর: B
⭐প্রশ্ন:৭
ভারত ছাড়াে আন্দোলনের সময় মেদিনীপুরের কোন্ অঞ্চলে জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়—
(a) কেশপুর
(b) কাঁথি
(c) হলদিয়া
(d) তমলুক
উত্তর: D
⭐প্রশ্ন:৮
মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন—
(a) বি.পি.ওয়াদিয়া
(b) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
(c) ই.এম.এস.নাম্বুদিরিপাদ
(d) এন.জি.রঙ্গ
উত্তর: A
⭐প্রশ্ন:৯
নৌবিদ্রোহ হয়েছিল—
(a) ১৯৪৬ খ্রিস্টাব্দে
(b) ১৯৪৯ খ্রিস্টাব্দে
(c) ১৯৫২ খ্রিস্টাব্দে
(d) ১৯৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: A
⭐প্রশ্ন:১০
সুভাষচন্দ্র বসু অন্তরিন অবস্থা থেকে কবে দেশত্যাগ করেন—
(a) ১৯৩৯ খ্রিস্টাব্দে
(b) ১৯৪১ খ্রিস্টাব্দে
(c) ১৯৪৩ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment