বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন
📖প্রশ্ন:১
সুভাষচন্দ্র বসু রচিত একটি গ্রন্থের নাম হল—
(a) ইন্ডিয়া উইনস ফ্রিডম
(b) দি ইন্ডিয়ান স্ট্রাগল
(c) ডিসকভারি অফ ইন্ডিয়া
(d) দ্য মেকিং অফ নেশনস
উত্তর: B
📖প্রশ্ন:২
মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন তার সুপারিশে বলে—
(a) ভারতবর্ষে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে
(b) দেশীয় রাজ্যগুলি নিয়ে এক প্রজাতান্ত্রিক রাজ্য গঠিত হবে
(c) ভারতবর্ষকে ব্রিটিশ তার অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি জানাবে
(d) ভারতবর্ষে একটি যুক্তরাষ্ট্র গঠিত হবে
উত্তর: D
📖প্রশ্ন:৩
‘দি ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) এস.এস.মিরাজকর
(b) ভি.ভি.গিরি
(c) থিওডাের বেক
(d) উইলিয়াম হান্টার
উত্তর: D
📖প্রশ্ন:৪
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের বড়ােলাট ছিলেন—
(a) মাউন্ট ব্যাটেন
(b) লিনলিথগাে
(c) ওয়েলসলি
(d) কর্নওয়ালিশ
উত্তর: B
📖প্রশ্ন:৫
ভারতের প্রথম শ্রমিক সংগঠনটি হল—
(a) সারা ভারত শ্রমিকসভা
(b) সারা ভারত কিষান সভা
(c) কৃষক সমিতি
(d) শ্রমজীবী সমিতি
উত্তর: D
📖প্রশ্ন:৬
‘গদর দল’ প্রতিষ্ঠিত হয়—
(a) রােমে
(b) হেগে
(c) সানফ্রানসিসকোতে
(d) লন্ডনে
উত্তর: C
📖প্রশ্ন:৭
ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার সময় সভাপতি ছিলেন—
(a) সিঙ্গারাভেলু চেট্টিয়ার
(b) পি.সি.যােশি
(c) শ্রীপাদ অমৃত ডাঙ্গে
(d) ড. রামমনােহর লােহিয়া
উত্তর: A
📖প্রশ্ন:৮
ভারতের প্রথম শ্রমিক পত্রিকার নাম—
(a) সারা ভারত শ্রমিক সমিতি
(b) ভারত শ্রমিক সংগঠন
(c) ভারত শ্রমজীবী
(d) ভারতীয় শ্রমজীবী সংগঠন
উত্তর: C
📖প্রশ্ন:৯
‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) মৌলানা আজাদ
(b) সুভাষচন্দ্র বসু
(c) মহাত্মা গান্ধি
(d) রাসবিহারী বসু
উত্তর: A
📖প্রশ্ন:১০
‘লাঙ্গল’ পত্রিকার সম্পাদক ছিলেন—
(a) রাজা রামমােহন রায়
(b) সুভাষচন্দ্র বসু
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) কবি নজরুল ইসলাম
উত্তর: D
**********************************************************************
👉বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
👉বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
**********************************************************************
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment