নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
জীবনবিজ্ঞান MCQs>>সালোকসংশ্লেষ সেট ৪
👉প্রশ্ন ১
সালোকসংশ্লেষে উপজাত অক্সিজেনের উৎস -
(a) জল
(b) কার্বন - ডাই -অক্সাইড
(c) গ্লুকোজ
(d) NADP
উত্তর (a)
👉প্রশ্ন ২
সালোকসংশ্লেষের সময় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে -
(a) CO২
(b) NADP
(c) ক্লোরোফিল
(d) ATP
উত্তর (c)
👉প্রশ্ন ৩
সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো - এনজাইম টি হলো -
(a) ADP
(b) RuBP
(c) FAD
(d) NADP
উত্তর (c)
👉প্রশ্ন ৪
ফটোসিনথেসিস কথাটির প্রবক্তা হলেন -
(a) নেবিয়া
(b) কেলভিন
(c) বার্নেস
(d) ব্লাকম্যান
উত্তর (c)
👉প্রশ্ন ৫
নিচের কোনটি একটি কোশের ক্ষেত্রে অঙ্গাণু নয় ?
(a) মাইটোকন্ড্রিয়া
(b) ক্লোরোফিল
(c) ক্লোরোপ্লাস্ট
(d) নিউক্লিয়াস
উত্তর (b)
👉প্রশ্ন ৬
অন্ধকার দশায় CO২ গ্রহণকারী পদার্থটি হলো -
(a) ATP
(b) NADPH
(c) RuBP
(d) PGA
উত্তর (c)
Comments
Post a Comment