সরল যন্ত্র
✹প্রশ্ন:১
আদর্শ যন্ত্রের কর্মদক্ষতা হল—
(a) 50 %
(b) 99 %
(c) 100 %
উত্তর: C
✹প্রশ্ন:২
দ্বিতীয় শ্রেণির লিভার হল—
(a) মানুষের হাত
(b) শাবল
(c) নৌকার দাঁড়
উত্তর: C
✹প্রশ্ন:৩
মানুষের হাতের তালুতে কিছু পরিমাণ পদার্থ চাপানাে হলে আলম্ব বিন্দুর অবস্থান হয়—
(a) হাতের পেশিতে
(b) কনুইতে
(c) ভারের অবস্থানে
উত্তর: B
✹প্রশ্ন:৪
তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা—
(a) 1-এর সমান
(b) 1-এর বেশি
(c) 1-এর কম
উত্তর: C
✹প্রশ্ন:৫
জাঁতিতে দ্বিতীয় শ্রেণির যে সংখ্যক লিভার একসাথে কাজ করে তা হল—
(a) 1 টি
(b) 2 টি
(c) 3 টি
উত্তর: B
✹প্রশ্ন:৬
আনত তলের দৈর্ঘ্য আনত তলের উচ্চতার চেয়ে বড়াে হলে আনত তলের যান্ত্রিক সুবিধা হয়—
(a) 1-এর বেশি
(b) 1-এর সমান
(c) 1-এর কম
উত্তর: A
✹প্রশ্ন:৭
একটি যন্ত্র 10 kg-wt বল প্রয়ােগ করে 100 kg-wt ভার তােলে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা হল—
(a) 1000
(b) 500
(c) 10
উত্তর: C
✹প্রশ্ন:৮
চক্র ও অক্ষদণ্ডের যান্ত্রিক সুবিধা—
(a) 1-এর কম
(b) 1-এর সমান
(c) 1-এর বেশি
উত্তর: C
✹প্রশ্ন:৯
তৃতীয় শ্রেণির যুগ্ম লিভারের একটি উদাহরণ হল—
(a) চিমটা
(b) সাঁড়াশি
(c) কাঁচি
উত্তর: A
✹প্রশ্ন:১০
যন্ত্রে সুবিধার পরিবর্তে অসুবিধার সৃষ্টি হয় যদি যন্ত্র কর্তৃক অতিক্রান্ত বাধা—
(a) প্রযুক্ত বলের সমান হয়
(b) প্রযুক্ত বলের চেয়ে কম হয়
(c) প্রযুক্ত বলের চেয়ে বেশি হয়
উত্তর: B
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
👉সরল যন্ত্র সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
Comments
Post a Comment