সরল যন্ত্র
✬প্রশ্ন:১
মানুষের বাহু একটি—
(a) প্রথম শ্রেণির লিভার
(b) দ্বিতীয় শ্রেণির লিভার
(c) তৃতীয় শ্রেণির লিভার
উত্তর: C
✬প্রশ্ন:২
দাঁড়িপাল্লা সঠিক হয় যখন—
(a) বল বাহু ও রােধ বাহু সমান হয়
(b) বল বাহু রােধ বাহুর তুলনায় বড় হয়
(c) বল বাহুর তুলনায় রােধ বাহু বড় হয়
উত্তর: A
✬প্রশ্ন:৩
চক্র ও অক্ষদণ্ডের ব্যাবহারিক প্রয়ােগ দেখা যায়—
(a) ক্যাপস্টান যন্ত্রে
(b) নলকূপের হাতলে
(c) জাঁতিতে
উত্তর: A
✬প্রশ্ন:৪
ঢেঁকি একটি—
(a) প্রথম শ্রেণির লিভার
(b) দ্বিতীয় শ্রেণির লিভার
(c) তৃতীয় শ্রেণির লিভার
উত্তর: A
✬প্রশ্ন:৫
মাছ ধরার ছিপ একটি—
(a) প্রথম শ্রেণির লিভার
(b) দ্বিতীয় শ্রেণির লিভার
(c) তৃতীয় শ্রেণির লিভার
উত্তর: C
✬প্রশ্ন:৬
ঠেস দেওয়া মই-এর গােড়ার দিক দেওয়াল থেকে দূরে সরালে যান্ত্রিক সুবিধা—
(a) বৃদ্ধি পায়
(b) হ্রাস পায়
(c) একই থাকে
উত্তর: A
✬প্রশ্ন:৭
সাঁড়াশি একটি—
(a) প্রথম শ্রেণির যুগ্ম লিভার
(b) দ্বিতীয় শ্রেণির যুগ্ম লিভার
(c) তৃতীয় শ্রেণির যুগ্ম লিভার
উত্তর: A
✬প্রশ্ন:৮
কোনাে লিভারের যান্ত্রিক সুবিধা হল—
(a) রােধ বাহু * বল বাহু
(b) রােধ বাহু/বল বাহু
(c) বল বাহু/রােধ বাহু
উত্তর: C
✬প্রশ্ন:৯
তুলাযন্ত্রের যান্ত্রিক সুবিধা—
(a) 1-এর সমান
(b) 1-এর বেশি
(c) 1-এর কম
উত্তর: A
✬প্রশ্ন:১০
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা—
(a) 1-এর সমান
(b) 1-এর বেশি
(c) 1-এর সমান,বেশি বা কম
উত্তর: C
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉সরল যন্ত্র সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment