নাতসিবাদ ও ফ্যাসিবাদ—দ্বিতীয় বিশ্বযুদ্ধ
❋প্রশ্ন:১
ফ্যাসিবাদের উদ্ভব হয়—
(a) ইতালিতে
(b) জাপানে
(c) জার্মানিতে
(d) রাশিয়ায়
উত্তর: A
❋প্রশ্ন:২
ইতালি আবিসিনিয়া দখল করেছিল—
(a) ১৯২০ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর
(b) ১৯২৫ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর
(c) ১৯৩০ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর
(d) ১৯৩৫ খ্রিস্টাব্দে ৩ অক্টোবর
উত্তর: D
❋প্রশ্ন:৩
কোন্ গ্রন্থকে নাতসি দলের বাইবেল বলা হয় ?
(a) দাস ক্যাপিটাল
(b) এ টোয়েনটিয়েথ সেঞ্চুরি
(c) দি পলিটিক্স অফ দ্য থার্ড ওয়াল
(d) মেঁই ক্যাম্ফ
উত্তর: D
❋প্রশ্ন:৪
‘ইল দ্যুচে’ উপাধি ছিল—
(a) হিটলারের
(b) মুসােলিনির
(c) স্ট্যালিনের
(d) চার্চিলের
উত্তর: B
❋প্রশ্ন:৫
‘ফ্যুয়েরার’ উপাধি গ্রহণ করেন—
(a) উইনস্টন চার্চিল
(b) বেনিটো মুসােলিনি
(c) অ্যাডলফ হিটলার
(d) ফ্রাঙ্কলিন ডি.রুজভেল্ট
উত্তর: C
❋প্রশ্ন:৬
ইতালিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন—
(a) জোসেফ স্ট্যালিন
(b) বেনিটো মুসােলিনি
(c) অ্যাডলফ হিটলার
(d) উড্রো উইলসন
উত্তর: B
❋প্রশ্ন:৭
হিটলার পােল্যান্ডের সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন—
(a) ১৯৩৪ খ্রিস্টাব্দে
(b) ১৯৩৮ খ্রিস্টাব্দে
(c) ১৯৪২ খ্রিস্টাব্দে
(d) ১৯৪৬ খ্রিস্টাব্দে
উত্তর: A
❋প্রশ্ন:৮
কে জার্মানিতে নাতসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ?
(a) হিবার্ট
(b) অ্যাডলফ হিটলার
(c) বিসমার্ক
(d) কাইজার দ্বিতীয় উইলিয়াম
উত্তর: B
❋প্রশ্ন:৯
নাতসিবাদের উদ্ভব হয়—
(a) জার্মানিতে
(b) জাপানে
(c) ইংল্যান্ডে
(d) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর: A
❋প্রশ্ন:১০
জার্মানি জাপানের সঙ্গে ‘কমিন্টার্ন-বিরােধী চুক্তি’ স্বাক্ষর করেছিল—
(a) ১৯১৮ খ্রিস্টাব্দে
(b) ১৯২৪ খ্রিস্টাব্দে
(c) ১৯৩০ খ্রিস্টাব্দে
(d) ১৯৩৬ খ্রিস্টাব্দে
উত্তর: D
==============================================================
==============================================================
Comments
Post a Comment