নদী, হিমবাহ ও বায়ুর কাজ
📚প্রশ্ন:১
বায়ুর কাজ বেশি দেখা যায় :
(a) উষ্ণ মরুভূমিতে
(b) শীতল মরুভূমিতে
(c) উচ্চ পার্বত্য অঞ্চলে
উত্তর:
উষ্ণ মরুভূমিতে।
📚প্রশ্ন:২
সমুদ্রে ভাসমান বিশালাকৃতি হিমবাহকে বলা হয় :
(a) হিমপ্রাচীর
(b) হিমশৈল
(c) হিমস্তূপ
উত্তর:
হিমশৈল।
📚প্রশ্ন:৩
পার্বত্য প্রবাহে নদী উপত্যকার আকৃতি হয় ইংরেজি অক্ষর :
(a) V-এর মতো
(b) U-এর মতো
(c) W-এর মতো
উত্তর:
V-এর মতো।
📚প্রশ্ন:৪
হিমবাহের উপরের পৃষ্ঠে ফাটলগুলিকে বলা হয় :
(a) বার্গস্রুন্ড
(b) ক্রেভাসেস
(c) হিমসিঁড়ি
উত্তর:
ক্রেভাসেস।
📚প্রশ্ন:৫
কঠিন শিলাযুক্ত অঞ্চলে কম ঢালযুক্ত ছােটো ছােটো জলপ্রপাতকে বলে :
(a) র্যাপিড
(b) ক্যাসকেড
(c) ক্যাটারাক্ট
উত্তর:
র্যাপিড।
📚প্রশ্ন:৬
পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ হল :
(a) ক্ষয়
(b) বহন
(c) সঞ্চয়
উত্তর:
ক্ষয়।
📚প্রশ্ন:৭
হিমসিঁড়ির মধ্যে হিমবাহ-গলা জল জমে সৃষ্টি হয় :
(a) প্যাটানস্টার
(b) ফিয়র্ড
(c) করি
উত্তর:
প্যাটানস্টার।
📚প্রশ্ন:৮
পার্বত্য অঞ্চলে হিমবাহ উপত্যকার আকৃতি হয় :
(a) V-এর মতো
(b) U-এর মতো
(c) W-এর মতো
উত্তর:
U-এর মতো।
📚প্রশ্ন:৯
সমুদ্রোপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় :
(a) ফিয়র্ড
(b) হিমদ্রোণী
(c) ঝুলন্ত উপত্যকা
উত্তর:
ফিয়র্ড।
📚প্রশ্ন:১০
প্রস্তরময় অমসৃণ মরুভূমিকে :
(a) হামাদা বলে
(b) রেগ বলে
(c) বাজাদা বলে
উত্তর:
হামাদা বলে।
Comments
Post a Comment