বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন
📖প্রশ্ন:১
‘সারা ভারত কিষান কংগ্রেস’-এর প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন—
(a) বি.পি.ওয়াদিয়া
(b) স্বামী সহজানন্দ সরস্বতী
(c) ড. রামমনোহর লোহিয়া
(d) ই.এম.এস নাম্বুদিরিপাদ
উত্তর: B
📖প্রশ্ন:২
স্বাধীন ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন—
(a) চক্রবর্তী রাজাগােপালাচারী
(b) ক্যানিং
(c) মাউন্ট ব্যাটেন
(d) লিনলিথগাে
উত্তর: A
📖প্রশ্ন:৩
ভারতীয় নৌবিদ্রোহের অন্যতম কারণ ছিল—
(a) ব্রিটিশ সরকারের সাম্প্রদায়িক নীতি
(b) ব্রিটিশ সরকারের বিপ্লবী দমনমূলক নীতি ও আইন সমূহ
(c) ব্রিটিশ সরকারের বর্ণ বৈষম্য ও বিভেদমূলক নীতি
(d) ব্রিটিশ সরকারের সংরক্ষণমূলক নীতিসমূহ
উত্তর: C
📖প্রশ্ন:৪
ভারতের শেষ ভাইসরয় ছিলেন—
(a) আরউইন
(b) মাউন্ট ব্যাটেন
(c) ক্যানিং
(d) লিনলিথগাে
উত্তর: B
📖প্রশ্ন:৫
‘পাকিস্তান' শব্দের অর্থ হল—
(a) মাতৃভূমি
(b) পবিত্র ভূমি
(c) পিতৃভূমি
(d) যুদ্ধ ভূমি
উত্তর: B
📖প্রশ্ন:৬
সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন—
(a) রাসবিহারী বসু
(b) মহাত্মা গান্ধি
(c) লালা হরদয়াল
(d) চিত্তরঞ্জন দাশ
উত্তর: D
📖প্রশ্ন:৭
সুভাষচন্দ্র বসু যে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তার নাম—
(a) ফরওয়ার্ড ব্লক
(b) রাষ্ট্রীয় সমাজবাদী দল
(c) কংগ্রেস সমাজতান্ত্রিক দল
(d) ভারতীয় সমাজতান্ত্রিক দল
উত্তর: A
📖প্রশ্ন:৮
‘ডিসকভারি অফ ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
(b) লাল বাহাদুর শাস্ত্রী
(c) জওহরলাল নেহরু
(d) বল্লভভাই প্যাটেল
উত্তর: C
📖প্রশ্ন:৯
‘করেঙ্গে ইয়া মরেঙ্গে’—এই স্লোগানটির সঙ্গে কার নাম যুক্ত—
(a) মহাত্মা গান্ধি
(b) সুভাষচন্দ্র বসু
(c) চিত্তরঞ্জন দাশ
(d) জওহরলাল নেহরু
উত্তর: A
📖প্রশ্ন:১০
সুভাষচন্দ্রকে ‘a patriot of the patriots' বলেছিলেন—
(a) রাসবিহারী বসু
(b) মহাত্মা গান্ধি
(c) জওহরলাল নেহরু
(d) চিত্তরঞ্জন দাশ
উত্তর: B
------------------------------------------------------------------------------------------------------
👉বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉বিশ শতকের প্রথমার্ধে জাতীয় আন্দোলন সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
------------------------------------------------------------------------------------------------------
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment