বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
গণিত অনুশীলন
একটি শ্রেণিতে 81 জন বালকের মধ্যে 66 জন ফুটবল এবং 32 জন ভলিবল খেলতে পারে, এবং 6 জন কোনো খেলায় জানে না। কতজন বালক উভয় প্রকার খেলা জানে ?
উত্তর
32 জন।
✶প্রশ্ন ২
যে কাজ একজন পুরুষ 4 দিনে করতে পারে সেই কাজ একজন স্ত্রীলোক 12 দিনে করতে পারে। উভয়ে কাজটি শেষ করে মজুরি বাবদ 60 টাকা পেল। পুরুষটি কত পাবে ?
উত্তর
45 টাকা।
✶প্রশ্ন ৩
কোনো একটি বিষয়ের পরীক্ষায় প্রথম 3 ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় প্রথম 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় অপেক্ষা 20 বেশি, কিন্তু প্রথম 3 জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর প্রথম 5 জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বরের চেয়ে 70 কম। প্রথম 3 জন ছাত্রের প্রাপ্ত মোট নম্বর কত ?
উত্তর
255
✶প্রশ্ন ৪
.369 * .369 + .738 * .631 + .631 * .631 এর মান কত ?
উত্তর
1
✶প্রশ্ন ৫
একটি স্কুলের 10 জন শিক্ষকের মধ্যে একজন অবসর গ্রহণ করেন এবং তার জায়গায় 25 বছর বয়স্ক একজন নতুন শিক্ষককে নেওয়া হয়। এতে শিক্ষকদের গড় বয়স 3 বছর কমে যায়। অবসরপ্রাপ্ত শিক্ষকের বয়স হলো -
(i) 60 বছর
(ii) 58 বছর
(iii) 55 বছর
(iv) 56 বছর
উত্তর
55 বছর
✶প্রশ্ন ৬
হরির তিন পুত্র তিন বছর অন্তর জন্মগ্রহণ করে। পুত্রদের মোট বয়স 24 বছর হলে কনিষ্ঠ পুত্রের বয়স কত হবে ?
(i) 7 বছর
(ii) 8 বছর
(iii) 5 বছর
(iv) 10 বছর
উত্তর
5 বছর
✶প্রশ্ন ৭
3600 টাকার বেশি আয়ের উপর টাকা প্রতি 6 পয়সা আয়কর দিতে হয়। যে ব্যক্তিকে 126 টাকা আয়কর দিতে হয় তার মোট আয় কত ?
(i) 5650 টাকা
(ii) 5700 টাকা
(iii) 5735 টাকা
(iv) 5745 টাকা
উত্তর
5700 টাকা
✶প্রশ্ন ৮
একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়। ঘন্টায় স্রোতের গতিবেগ হল -
(i) 1 কিমি
(ii) 2 কিমি
(iii) 3 কিমি
(iv) 4 কিমি
উত্তর
2 কিমি
✶প্রশ্ন ৯
9 টি একই আকারের সিসার বল আছে। 8 টি বল সম-ওজনের এবং একটি বলের ওজন সামান্য কম। একটি দাঁড়িপাল্লার সাহায্যে কমপক্ষে কতবার ওজন করে অপেক্ষাকৃত কম ওজনের বলটিকে পৃথক করতে পারবে ?
উত্তর
2 বার
✶প্রশ্ন ১০
কোনো দ্রব্যের মূল্য 10% কমানো হলো। দ্রব্যটির পূর্বমূল্যে ফিরে নিয়ে যেতে নতুন মূল্য বৃদ্ধি করতে হবে -
(i) 10 %
(ii) 9 %
(iii) 11 %
(iv) 11(1/9) %
উত্তর
11(1/9) %
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
নিচের গণিত অনুশীলন সেটগুলি দেখুন
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
⚡গণিত অনুশীলন দিন ১
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

Comments
Post a Comment