আবহবিকার ও মাটির উৎপত্তি
☆প্রশ্ন:১
খনিজ থেকে অক্সিজেন বিযুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার সম্পন্ন হয় তাকে বলে :
(a) রিডাকশন
(b) অক্সিডেশন
(c) হাইড্রোলাইসিস
উত্তর:
হাইড্রোলাইসিস।
☆প্রশ্ন:২
জলপ্রবাহ দ্বারা পরিবাহিত মাটিকে বলে :
(a) লোয়েস মাটি
(b) পলিমাটি
(c) ল্যাটেরাইট মাটি
উত্তর:
পলিমাটি।
☆প্রশ্ন:৩
আবহবিকারের সঙ্গে অপসারণ :
(a) যুক্ত
(b) যুক্ত নয়
উত্তর:
যুক্ত নয়।
☆প্রশ্ন:৪
যান্ত্রিক আবহবিকার বিশেষ কার্যকরী :
(a) গ্রীষ্মপ্রধান অঞ্চলে
(b) মরু অঞ্চলে
(c) শীতপ্রধান অঞ্চলে
উত্তর:
মরু অঞ্চলে।
☆প্রশ্ন:৫
শল্কমােচন ঘটে মূলত :
(a) ব্যাসল্ট শিলায়
(b) গ্রানাইট শিলায়
(c) চুনাপাথরে
উত্তর:
গ্রানাইট শিলায়।
☆প্রশ্ন:৬
কার্বোনেশন প্রক্রিয়াটি কোন্ আবহবিকারের দৃষ্টান্ত :
(a) রাসায়নিক
(b) জৈবিক
(c) যান্ত্রিক
উত্তর:
রাসায়নিক।
☆প্রশ্ন:৭
যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে :
(a) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(b) মৌসুমি জলবায়ু অঞ্চলে
(c) মরুভূমি অঞ্চলে
উত্তর:
মরুভূমি অঞ্চলে।
☆প্রশ্ন:৮
লৌহযুক্ত শিলায় জল সংযােগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে :
(a) কার্বোনেশন
(b) অক্সিডেশন
(c) হাইড্রেশন
উত্তর:
অক্সিডেশন।
☆প্রশ্ন:৯
শল্কমােচন হল :
(a) জৈব আবহবিকারের একটি প্রক্রিয়া
(b) যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া
(c) রাসায়নিক আবহবিকারের একটি প্রক্রিয়া
উত্তর:
যান্ত্রিক আবহবিকারের একটি প্রক্রিয়া।
☆প্রশ্ন:১০
উষ্ণ মরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় :
(a) যান্ত্রিক আবহবিকার
(b) রাসায়নিক আবহবিকার
(c) জৈবিক আবহবিকার
উত্তর:
যান্ত্রিক আবহবিকার।
----------------------------------------------------------------------------------------------------------
⚡আবহবিকার ও মাটির উৎপত্তি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন
----------------------------------------------------------------------------------------------------------
নিচের প্রশ্নোত্তর সেটগুলি দেখতে পারেন
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
Comments
Post a Comment