ভারতের নদনদী
প্রশ্ন:১
নাসিক শহরটি :
(a) কৃষ্ণার তীরে অবস্থিত
(b) গােদাবরীর তীরে অবস্থিত
(c) কাবেরীর তীরে অবস্থিত
উত্তর: গােদাবরীর তীরে অবস্থিত ।
প্রশ্ন:২
ভারতের একটি অন্তর্বাহিনী নদী হল :
(a) লুনি
(b) গঙ্গা
(c) সিন্ধু
উত্তর: লুনি ।
প্রশ্ন:৩
থর মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে :
(a) লুনি নদী
(b) সবরমতী নদী
(c) সুবর্ণরেখা নদী
উত্তর: লুনি নদী ।
প্রশ্ন:৪
ব্রহ্মপুত্রের উৎপত্তি হয়েছে :
(a) চেমায়ুন-দুং হিমবাহ থেকে
(b) মানসসরোবর থেকে
(c) সিন-কা-বাব জলধারা থেকে
উত্তর: চেমায়ুন-দুং হিমবাহ থেকে ।
প্রশ্ন:৫
সবরমতী নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম :
(a) সুরাট
(b) গান্ধিনগর
(c) পােরবন্দর
উত্তর: গান্ধিনগর ।
প্রশ্ন:৬
সুরাট অবস্থিত :
(a) নর্মদা নদীর মােহনায়
(b) তাপ্তি নদীর মােহনায়
(c) সবরমতী নদীর মােহনায়
উত্তর: তাপ্তি নদীর মােহনায় ।
প্রশ্ন:৭
ব্রহ্মপুত্র নদটি তিব্বত (চিন) থেকে ভারতে প্রবেশ করার ঠিক পরে :
(a) সাংপাে নামে পরিচিত হয়েছে
(b) দিহং নামে পরিচিত হয়েছে
(c) দিবং নামে পরিচিত হয়েছে
উত্তর: দিহং নামে পরিচিত হয়েছে ।
প্রশ্ন:৮
শ্রীরঙ্গম দ্বীপটি যে নদীর মােহনায় অবস্থিত তার নাম :
(a) কৃষ্ণা
(b) কাবেরী
(c) গােদাবরী
উত্তর: কাবেরী ।
প্রশ্ন:৯
নর্মদা একটি :
(a) পূর্ববাহিনী নদী
(b) পশ্চিমবাহিনী নদী
(c) দক্ষিণবাহিনী নদী
উত্তর: পশ্চিমবাহিনী নদী ।
প্রশ্ন:১০
দক্ষিণ ভারতের গঙ্গা বলে :
(a) গােদাবরীকে
(b) কৃষ্ণাকে
(c) কাবেরীকে
উত্তর: গােদাবরীকে ।
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉ভারতের নদনদী সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment