নদী, হিমবাহ ও বায়ুর কাজ
📚প্রশ্ন:১
হিমবাহ থেকে নিঃসৃত জলস্রোতের মাধ্যমে হিমবাহ উপত্যকায় যেসমস্ত পলি সঞ্চিত হয় তাকে বলে :
(a) বােল্ডার ক্লে
(b) ভ্যালি ট্রেন
(c) ড্রামলিন
উত্তর:
ভ্যালি ট্রেন।
📚প্রশ্ন:২
এরিটি বা অ্যারেৎ হল :
(a) বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ
(b) নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ
(c) হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ
উত্তর:
হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ।
📚প্রশ্ন:৩
বায়ু ও জলধারার যৌথ ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে গঠিত হয় :
(a) মােনাডনক
(b) ইনসেলবার্জ
(c) পেডিমেন্ট।
উত্তর:
পেডিমেন্ট।
📚প্রশ্ন:৪
বৃষ্টিহীন শুষ্ক মরুপ্রায় অঞ্চলের নদী উপত্যকা যখন খুব গভীর হয় তখন তাকে :
(a) ক্যানিয়ন বলে
(b) গিরিখাত বলে
(c) ড্রিক্যান্টার বলে
উত্তর:
ক্যানিয়ন বলে।
📚প্রশ্ন:৫
প্রায়-সমতল মরুভূমির মধ্যে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত টিলাগুলিকে বলে :
(a) মােনাডনক
(b) ইনসেলবার্জ
(c) ড্রামলিন
উত্তর:
ইনসেলবার্জ।
📚প্রশ্ন:৬
ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় :
(a) হিমানী সম্প্রপাত
(b) গিরিখাত
(c) জলপ্রপাত
উত্তর:
জলপ্রপাত।
📚প্রশ্ন:৭
মন্থকূপ সৃষ্টি হয় :
(a) নদীর ক্ষয়কার্যের ফলে
(b) বায়ুর ক্ষয়কার্যের ফলে
(c) হিমবাহের ক্ষয়কার্যের ফলে
উত্তর:
নদীর ক্ষয়কার্যের ফলে।
📚প্রশ্ন:৮
পার্বত্য অঞ্চলে নদী উপত্যকার দু'পাশে থাকা ধাপযুক্ত ভূমিরূপকে বলা হয় :
(a) হিমসিঁড়ি
(b) নদীমঞ্চ
(c) জলবিভাজিকা
উত্তর:
নদীমঞ্চ।
📚প্রশ্ন:৯
আউটওয়াস প্লেন (বহিঃবিধৌত সমভূমি) গঠিত হয় :
(a) হিমবাহের সঞ্চয় কাজের ফলে
(b) বায়ুর সঞ্চয় কাজের ফলে
(c) হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে
উত্তর:
হিমবাহের সঞ্চয় কাজের ফলে।
📚প্রশ্ন:১০
পর্বতের গায়ে যে সীমারেখার ওপর সারা বছর বরফ জমে থাকে তাকে বলে :
(a) হিমরেখা
(b) হিমবাহ
(c) হিমশৈল
উত্তর:
হিমরেখা।
-------------------------------------------------------------------------------------------------------------------
নদী, হিমবাহ ও বায়ুর কাজ সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
নদী, হিমবাহ ও বায়ুর কাজ সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
-------------------------------------------------------------------------------------------------------------------
আরো দেখুন
☉পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি☉
☉আবহবিকার ও মাটির উৎপত্তি ☉
☉বায়ুমণ্ডলের উপাদান☉
☉বায়ুমণ্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ☉
Comments
Post a Comment