ভারতের ভূপ্রকৃতি
প্রশ্ন:১
পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম :
(a) কলসুবাই
(b) ডােডাবেট্টা
(c) আনাইমুদি
উত্তর: কলসুবাই ।
প্রশ্ন:২
পশ্চিম উপকূলের উপহ্রদগুলিকে বলা হয় :
(a) তাল
(b) ধান্দ
(c) কয়াল
উত্তর: কয়াল ।
প্রশ্ন:৩
পূর্ব হিমালয়ের একটি গিরিপথের নাম :
(a) জোজিলা
(b) নাথুলা
(c) মানা
উত্তর: নাথুলা ।
প্রশ্ন:৪
মালাবার উপকুল অবস্থিত :
(a) কেরালা রাজ্যে
(b) মহারাষ্ট্র রাজ্যে
(c) তামিলনাড়ু রাজ্যে
উত্তর: কেরালা রাজ্যে ।
প্রশ্ন:৫
ভারতে মরুভূমি অঞ্চল দেখা যায় :
(a) গুজরাট রাজ্যে
(b) রাজস্থান রাজ্যে
(c) পাঞ্জাব রাজ্যে
উত্তর: রাজস্থান রাজ্যে ।
প্রশ্ন:৬
কোঙ্কণ উপকুল অবস্থিত :
(a) আরব সাগর- এর তীরে
(b) বঙ্গোপসাগর- এর তীরে
(c) ভারত মহাসাগর- এর তীরে
উত্তর: আরব সাগর- এর তীরে ।
প্রশ্ন:৭
ভারতের মধ্যে অবস্থিত হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ :
(a) নাঙ্গা পর্বত
(b) নামচাবারওয়া
(c) গডউইন অস্টিন
উত্তর: নাঙ্গা পর্বত ।
প্রশ্ন:৮
ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদের নাম হল :
(a) চিল্কা
(b) কোলেরু
(c) পুলিকট
উত্তর: কোলেরু ।
প্রশ্ন:৯
দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম :
(a) গুরুশিখর
(b) ডােডাবেট্টা
(c) আনাইমুদি
উত্তর: আনাইমুদি ।
প্রশ্ন:১০
মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে :
(a) মালাবার উপকূল বলে
(b) কোঙ্কণ উপকূল বলে
(c) করমণ্ডল উপকূল বলে
উত্তর: কোঙ্কণ উপকূল বলে ।
*******************************************************************
👉ভারতের ভূপ্রকৃতি ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
👉ভারতের ভূপ্রকৃতি সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
*******************************************************************
Comments
Post a Comment