ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন
প্রশ্ন:১
শ্রীলঙ্কার পূর্বনাম ছিল—
(a) লঙ্কা দ্বীপ
(b) সুবর্ণ দ্বীপ
(c) জাভা
(d) সিংহল
উত্তর: D
প্রশ্ন:২
ঘানা স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়—
(a) ১৯৫৪ খ্রিস্টাব্দে
(b) ১৯৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৯৫৬ খ্রিস্টাব্দে
(d) ১৯৫৭ খ্রিস্টাব্দে
উত্তর: D
প্রশ্ন:৩
ভিয়েতনামের পূর্বনাম ছিল—
(a) সিংহল
(b) ইন্দোচিন
(c) সুমাত্রা
(d) মালদ্বীপ
উত্তর: B
প্রশ্ন:৪
SEATO গঠন করে—
(a) ইংল্যান্ড
(b) সোভিয়েত ইউনিয়ন
(c) ভারত
(d) আমেরিকা যুক্তরাষ্ট্র
উত্তর: D
প্রশ্ন:৫
ইন্দোচিন বা ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ছিলেন—
(a) মার্শাল টিটো
(b) কেনেথ কৌন্ডা
(c) হাে-চি-মিন
(d) নেলসন ম্যান্ডেলা
উত্তর: C
প্রশ্ন:৬
নাইজেরিয়া স্বাধীন হয়—
(a) ১৯৬০ খ্রিস্টাব্দে
(b) ১৯৬৩ খ্রিস্টাব্দে
(c) ১৯৬৬ খ্রিস্টাব্দে
(d) ১৯৬৯ খ্রিস্টাব্দে
উত্তর: A
প্রশ্ন:৭
স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন—
(a) মার্শাল টিটো
(b) ড. সুকর্নো
(c) নেলসন ম্যান্ডেলা
(d) ড. কোয়ামে নক্রুমা
উত্তর: B
প্রশ্ন:৮
জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা—
(a) তিন
(b) পাঁচ
(c) সাত
(d) নয়
উত্তর: B
প্রশ্ন:৯
ভিয়েতনামের প্রথম রাষ্টপতির নাম হল—
(a) ড. সুকর্নো
(b) ড. কোয়ামে নক্রুমা
(c) নেলসন ম্যান্ডেলা
(d) হাে-চি-মিন
উত্তর: D
প্রশ্ন:১০
সম্মিলিত জাতিপুঞ্জের শাখা সংগঠনের সংখ্যা—
(a) ৪ টি
(b) ৬ টি
(c) ৮ টি
(d) ১০ টি
উত্তর: B
📌📌📌📌📌📌📌
👉ঠান্ডা লড়াই এবং মুক্তি আন্দোলন সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
Comments
Post a Comment