গণিত অনুশীলন
✵প্রশ্ন ১
কোনো ছোটো শহরে 2006 খ্রিস্টাব্দের গোড়াতে জনসংখ্যা ছিল 30,000। যদি প্রতিবছর 10% হারে লোকসংখ্যা বৃদ্ধি পায় , তবে 2008 খ্রিস্টাব্দের শেষে জনসংখ্যা কত হবে ?
উত্তর
39930
✵প্রশ্ন ২
কোনো যন্ত্রের মূল্য 2000 টাকা। প্রতি বছরে এর স্থির অবচয় হার 10% হলে 4 বছর ব্যবহারের পর যন্ত্রটির হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে ?
উত্তর
1312.20
✵প্রশ্ন ৩
কোনো মূলধনের 3 বছরে 10% হরে চক্রবৃদ্ধি সুদের পরিমান 3310 টাকা হলে
(i) মূলধনের পরিমান এবং
(ii) ওই মূলধনের 3 বছরে 10% হারে সরল সুদের পরিমান কত হবে ?
উত্তর
(i) 10,000 টাকা
(ii) 3,000 টাকা
✵প্রশ্ন ৪
একটি বায়ু নিষ্কাশন যন্ত্র প্রতি আঘাতে পাত্র থেকে এক পঞ্চমাংশ অধিকৃত বায়ু সরিয়ে ফেলে। দ্বিতীয় আঘাতের পর পাত্রে বায়ুর মূল আয়তনের কত অংশ অবশিষ্ট থাকবে ?
উত্তর
0.64 অংশ
✵প্রশ্ন ৫
চক্রবৃদ্ধি হারে কোনো মূলধন n বছরে দ্বিগুন হয়। একই চক্রবৃদ্ধি হারে মূলধন চারগুন হবে -
(i) 2n^2 বছরে
(ii) n^2 বছরে
(iii) 4n বছরে
(iv) 2n বছরে
উত্তর
2n বছরে
✵প্রশ্ন ৬
কোনো মূলধন চক্রবৃদ্ধি হারে 15 বছরে দ্বিগুন হয়। একই চক্রবৃদ্ধি হারে মূলধন আটগুণ হবে -
(i) 30 বছরে
(ii) 40 বছরে
(iii) 45 বছরে
(iv) 60 বছরে
উত্তর
45 বছরে
✵প্রশ্ন ৭
500 ফুট লম্বা একটি ট্রেন 700 ফুট লম্বা প্লাটফর্মকে 10 সেকেন্ডে অতিক্রম করল। ট্রেনটির গতিবেগ কত ?
উত্তর
(900/11) মাইল/ঘন্টা
✵প্রশ্ন ৮
শিয়ালদহ থেকে রানাঘাট যেতে 50 কিমি বেগে গামী একটি ট্রেনের কোনো চাকা 40,000 বার ঘোরে। ট্রেনটি 100 কিমি বেগে গেলে ওই চাকা কতবার ঘুরবে ?
উত্তর
40,000 বার
✵প্রশ্ন ৯
যদি x জন লোক x দিনে x টি কাজ করতে পারে , তবে y জন লোকের y টি কাজ করতে কত দিন লাগবে ?
উত্তর
x দিন লাগবে।
✵প্রশ্ন ১০
m সংখ্যক মানুষ n সংখ্যক দিনে একটি কাজ করতে পারে : নিচের কোনটি ঠিক ?
(i) mn অপরিবর্তিত থাকে
(ii) m/n অপরিবর্তিত থাকে
(iii) m + n অপরিবর্তিত থাকে
(iv) m - n অপরিবর্তিত থাকে
উত্তর
mn অপরিবর্তিত থাকে
*********************************************************
👉দিন ১১ এর অঙ্কগুলির জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉দিন ১৩ এর অঙ্কগুলির জন্য এখানে ক্লিক করুন[NEXT]
*********************************************************
নিচের গণিত অনুশীলন সেটগুলি দেখুন
⚡গণিত অনুশীলন দিন ২
⚡গণিত অনুশীলন দিন ৩
⚡গণিত অনুশীলন দিন ৪
⚡গণিত অনুশীলন দিন ৫
⚡গণিত অনুশীলন দিন ৬
⚡গণিত অনুশীলন দিন ৭
⚡গণিত অনুশীলন দিন ৮
⚡গণিত অনুশীলন দিন ৯
⚡গণিত অনুশীলন দিন ১০
Comments
Post a Comment