আলো
প্রশ্ন:১
সমতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের—
(a) বেশি হবে
(b) সমান হবে
(c) কম হবে
উত্তর: B
প্রশ্ন:২
প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান—
(a) 0°
(b) 45°
(c) 90°
উত্তর: A
প্রশ্ন:৩
একটি আলােকরশ্মি প্রতিফলকের ওপর যে কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের ওপর লম্ব হবে তা হল—
(a) 45°
(b) 60°
(c) 30°
উত্তর: A
প্রশ্ন:৪
সমতল দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে চ্যুতির মান সর্বোচ্চ হয় যখন আপতন কোণের মান—
(a) 0°
(b) 45°
(c) 90°
উত্তর: A
প্রশ্ন:৫
নিয়মিত প্রতিফলনে—
(a) বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়
(b) বস্তু দৃশ্যমান হয়
(c) বস্তুকে স্বচ্ছ দেখায়
উত্তর: A
প্রশ্ন:৬
কোনাে ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে v বেগে দৌড়ােলে ব্যক্তির প্রতিবিম্ব—
(a) ব্যক্তি থেকে 2v বেগে সরে যাবে
(b) ব্যক্তি থেকে v বেগে সরে যাবে
(c) ব্যক্তির দিকে 2v বেগে এগিয়ে আসবে
উত্তর: C
প্রশ্ন:৭
দুটি সমতল দর্পণ পরস্পর সমকোণে থাকলে তাদের সামনে অবস্থিত কোনাে বস্তুর প্রতিবিম্বের সংখ্যা হবে—
(a) 6
(b) 2
(c) 3
উত্তর: C
প্রশ্ন:৮
পূর্ণ প্রতিফলনের সময় ঘনতর মাধ্যমে আলােকরশ্মির আপতন কোণ হবে—
(a) সংকট কোণের সমান
(b) সংকট কোণের চেয়ে বড়াে
(c) সংকট কোণের চেয়ে ছােটো
উত্তর: B
প্রশ্ন:৯
আলােকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়—
(a) 90°
(b) 45°
(c) 30°
উত্তর: A
প্রশ্ন:১০
একটি স্বচ্ছ কাচের ব্লকে লম্বভাবে আলােকরশ্মি ফেলে তােমাকে প্রতিসৃত রশ্মি অঙ্কন করতে বলা হল। প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের সঙ্গে যে কোণে থাকবে তা হল—
(a) 90°
(b) 60°
(c) 0°
উত্তর: C
Comments
Post a Comment