পদার্থ ও রসায়ন বিদ্যা>>>পদার্থ ও শক্তি
📘প্রশ্ন:১
বস্তুর ভর যত বাড়ে তার ওজন তত—
(a) কমে
(b) বাড়ে
(c) বাড়ে না
উত্তর: B
📘প্রশ্ন:২
ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় g- এর মান—
(a) একই থাকে
(b) বাড়ে
(c) কমে
উত্তর: C
📘প্রশ্ন:৩
একটি বস্তুর ভার 9.8 N হলে বস্তুটির ভর হবে—
(a) 981 g
(b) 1 kg
(c) 9.8 kg
উত্তর: B
📘প্রশ্ন:৪
পৃথিবীর কেন্দ্রে বস্তুর—
(a) ভার শূন্য হয়
(b) ভর শূন্য হয়
(c) আয়তন শূন্য হয়
উত্তর: A
📘প্রশ্ন:৫
কোনাে বস্তুকে খনির নীচে নিয়ে গেলে তার ওজন—
(a) কমে
(b) বাড়ে
(c) একই থাকে
উত্তর: A
📘প্রশ্ন:৬
বাঁধে যে জল জমা থাকে তার মধ্যে সস্থিত থাকে—
(a) গতি শক্তি
(b) স্থিতি শক্তি
(c) তড়িৎ শক্তি
উত্তর: B
📘প্রশ্ন:৭
আধুনিক মতবাদ অনুযায়ী ভর ও শক্তি—
(a) আলাদা
(b) আলাদা নয়
(c) কখনাে-কখনাে আলাদা
উত্তর: B
📘প্রশ্ন:৮
কোনাে বস্তুকে চাঁদে নিয়ে গেলে তার ওজন—
(a) কমবে
(b) বাড়বে
(c) একই থাকবে
উত্তর: A
📘প্রশ্ন:৯
নবীকরণযােগ্য শক্তি-উৎস হল—
(a) কয়লা
(b) পেট্রোলিয়াম
(c) সৌর শক্তি
উত্তর: C
📘প্রশ্ন:১০
স্প্রিং তুলার সাহায্যে ভূপৃষ্ঠে একটি বস্তুর ভার পরিমাপ করে, ওই অবস্থায় তুলাটিকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে পাঠ—
(a) একই থাকবে
(b) কমবে
(c) বেশি হবে
উত্তর: B
==================================================================
👉পদার্থ ও শক্তি সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
==================================================================
Comments
Post a Comment