নিউটনের গতিসূত্র
✬প্রশ্ন:১
হালকা বস্তুর তুলনায় ভারী বস্তুর জাড্য—
(a) কম
(b) একই
(c) বেশি
উত্তর: C
✬প্রশ্ন:২
কোনাে বস্তুর ওপর স্থির মানের বল প্রয়ােগ করতে থাকলে বস্তুটির—
(a) সমবেগ থাকবে
(b) সমান ভরবেগ থাকবে
(c) সমত্বরণ থাকবে
উত্তর: C
✬প্রশ্ন:৩
বলের পরিমাণ পাওয়া যায় নিউটনের গতিসম্পৰ্কীয় যে সূত্র থেকে তা হল—
(a) প্রথম সূত্র
(b) দ্বিতীয় সূত্র
(c) তৃতীয় সূত্র
উত্তর: B
✬প্রশ্ন:৪
ক্রিয়া ও প্রতিক্রিয়া—
(a) একই বস্তুতে প্রযুক্ত হয়
(b) পৃথক বস্তুতে প্রযুক্ত হয়
(c) সমান এবং একমুখী
উত্তর: B
✬প্রশ্ন:৫
CGS পদ্ধতিতে বলের পরম একক হল—
(a) g.wt
(b) dyn
(c) newton
উত্তর: B
✬প্রশ্ন:৬
বাইরে থেকে কোনাে গতিশীল বস্তুর ওপর গতির অভিমুখে বল প্রয়ােগ করলে বস্তুটির ভরবেগ—
(a) কমে যায়
(b) বেড়ে যায়
(c) অপরিবর্তিত থাকে
উত্তর: B
✬প্রশ্ন:৭
বস্তুর ভর যে সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায় তা হল—
(a) বল/ত্বরণ
(b) ত্বরণ/বল
(c) বেগ/ত্বরণ
উত্তর: A
✬প্রশ্ন:৮
গতিজাড্যের একটি উদাহরণ হল—
(a) কম্বলে ছড়ি দিয়ে আঘাত করে ধুলাে ঝাড়া
(b) হাতুড়ি দিয়ে পেরেক ঠোকা
(c) সুইচ বন্ধের পরেও কিছুক্ষণ পাখা ঘােরা
উত্তর: C
✬প্রশ্ন:৯
ভরবেগের মাত্রা হল—
(a) MLT^-1
(b) MLT^-2
(c) ML^-1T^-2
উত্তর: A
✬প্রশ্ন:১০
জেট প্লেন চলার ব্যাখ্যা নিউটনের যে গতিসূত্র থেকে পাওয়া যায় তা হল—
(a) প্রথম সূত্র
(b) দ্বিতীয় সূত্র
(c) তৃতীয় সূত্র
উত্তর: C
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
👉নিউটনের গতিসূত্র সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Comments
Post a Comment