বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত
⛤প্রশ্ন:১
মিশরের ওপর দিয়ে প্রবাহিত বায়ুর নাম :
(a) মিস্ট্রাল
(b) বােরা
(c) খামসিন
উত্তর: খামসিন ।
⛤প্রশ্ন:২
স্থলবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয় :
(a) সন্ধ্যাবেলায়
(b) মধ্যরাত্রে
(c) দুপুরবেলায়
উত্তর: মধ্যরাত্রে ।
⛤প্রশ্ন:৩
চিন সাগরে সৃষ্টি হওয়া ক্রান্তীয় ঘূর্ণবায়ুর নাম :
(a) টর্নেডাে
(b) হ্যারিকেন
(c) টাইফুন
উত্তর: টাইফুন ।
⛤প্রশ্ন:৪
লু একটি :
(a) স্থানীয় বায়ু
(b) সাময়িক বায়ু
(c) অনিয়মিত বায়ু
উত্তর: স্থানীয় বায়ু ।
⛤প্রশ্ন:৫
রাইন নদীর উপত্যকার ওপর দিয়ে প্রবাহিত বায়ুর নাম :
(a) হ্যারিকেন
(b) ফন
(c) বােয়া
উত্তর: ফন ।
⛤প্রশ্ন:৬
দক্ষিণ-পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘণ্টায় :
(a) ১৫ কিমি
(b) ২২ কিমি
(c) ২৮ কিমি
উত্তর: ২২ কিমি ৷
⛤প্রশ্ন:৭
সমুদ্রবায়ু সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হতে থাকে :
(a) ভােরবেলায়
(b) দুপুরে
(c) সন্ধ্যাবেলায়
উত্তর: সন্ধ্যাবেলায় ।
⛤প্রশ্ন:৮
নিয়তবায়ু প্রবাহ পৃথিবীর যে গতির জন্য দক্ষিণ গােলার্ধে বাঁ দিকে বেঁকে যায় সেটি হল :
(a) আবর্তন গতি
(b) পরিক্রমণ গতি
(c) আপাত গতি
উত্তর: আবর্তন গতি ।
⛤প্রশ্ন:৯
উত্তর-পূর্ব আয়নবায়ুর গতিবেগ ঘণ্টায় :
(a) ১৫ কিমি
(b) ১৬ কিমি
(c) ১৭ কিমি
উত্তর: ১৬ কিমি ৷
⛤প্রশ্ন:১০
উত্তর গােলার্ধের মেরুবায়ুর নাম হল :
(a) দক্ষিণ-পূর্ব মেরুবায়ু
(b) উত্তর-পূর্ব মেরুবায়ু
(c) উত্তর-পশ্চিম মেরুবায়ু
উত্তর: উত্তর-পূর্ব মেরুবায়ু ।
====================================================================
👉বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত - সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
👉বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত - সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
====================================================================
আরো দেখুন
====================================================================
Comments
Post a Comment