জাতীয় আন্দোলনের প্রথম যুগ
🕮প্রশ্ন:১
ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম হল—
(a) হিন্দুস্থান সােশ্যালিস্ট
(b) ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেস কমিটি
(c) নওজোয়ান ভারত সভা রিপাবলিকার অ্যাসোসিয়েশন
(d) ইন্ডিয়া হাউস
উত্তর: A
🕮প্রশ্ন:২
বঙ্গভঙ্গের প্রস্তাব প্রথম দিয়েছিলেন—
(a) কিংসফোর্ড
(b) চার্লস টেগার্ট
(c) কার্জন
(d) ব্যামফিল্ড ফুলার
উত্তর: B
🕮প্রশ্ন:৩
‘অভিনব ভারত’ প্রতিষ্ঠিত হয়—
(a) ১৯০৪ খ্রিস্টাব্দে
(b) ১৯০৮ খ্রিস্টাব্দে
(c) ১৯১২ খ্রিস্টাব্দে
(d) ১৯১৬ খ্রিস্টাব্দে
উত্তর: A
🕮প্রশ্ন:৪
‘স্বদেশি ভাণ্ডার’ প্রতিষ্ঠা করেন—
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) স্বামী বিবেকানন্দ
(c) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(d) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
উত্তর: A
🕮প্রশ্ন:৫
ইন্ডিয়া হাউসের প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) ভাই পরমানন্দ
(b) শ্যামজি কৃষ্ণবর্মা
(c) লালা হরদয়াল
(d) তারকনাথ দাস
উত্তর: B
🕮প্রশ্ন:৬
‘পি.এন.ঠাকুর’ কার ছদ্মনাম ?
(a) সুভাষচন্দ্র বসুর
(b) অরবিন্দ ঘােষের
(c) বিপ্লবী রাসবিহারী বসুর
(d) লালা হরদয়ালের
উত্তর: C
🕮প্রশ্ন:৭
‘হিন্দু মেলা’ (১৮৬৭ খ্রি.) প্রতিষ্ঠা করেন—
(a) নবগােপাল মিত্র
(b) কিশােরীচাঁদ মিত্র
(c) অমৃতলাল বসু
(d) রমেশচন্দ্র দত্ত
উত্তর: A
🕮প্রশ্ন:৮
বাংলার ‘প্রথম শহিদ’ হলেন—
(a) সূর্যসেন
(b) বাঘাযতীন
(c) যতীন দাস
(d) ক্ষুদিরাম বসু
উত্তর: D
🕮প্রশ্ন:৯
‘কোমাগাতামারু’ কীসের নাম ?
(a) জাপানি জাহাজের
(b) বিপ্লবী দলের
(c) রাজনৈতিক দলের
(d) গুপ্ত সমিতির
উত্তর: A
🕮প্রশ্ন:১০
বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘােষণা করেন—
(a) ক্যানিং
(b) ব্যামফিল্ড ফুলার
(c) লর্ড কার্জন
(d) কোর্টনি ইলবার্ট
উত্তর: C
---------------------------------------------------------------------------------------------------------
👉"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
👉"জাতীয় আন্দোলনের প্রথম যুগ" সেট ৪ দেখার জন্য এখানে ক্লিক করুন [NEXT]
---------------------------------------------------------------------------------------------------------
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹✹
Comments
Post a Comment