পদার্থ ও রসায়ন বিদ্যা>>>অবস্থার পরিবর্তন
📖প্রশ্ন:১
0°C উষ্ণতার একটি বরফখণ্ডে গর্ত করে 10°C উষ্ণতার জল দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে—
(a) 10°C
(b) 0°C
(c) -10°C
উত্তর: B
📖প্রশ্ন:২
শিশির জমার উপযােগী আকাশ হল—
(a) মেঘমুক্ত
(b) মেঘাচ্ছন্ন
(c) অল্প মেঘাচ্ছন্ন
উত্তর: A
📖প্রশ্ন:৩
হাত বেশি পুড়বে—
(a) 100°C- এর জলে
(b) 100°C- এর বাষ্পে
(c) 90°C- এর জলে
উত্তর: B
📖প্রশ্ন:৪
প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ এতে—
(a) চাপ কমে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে
(b) চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক বাড়ে
(c) চাপ বেড়ে যাওয়ায় জলের স্ফুটনাঙ্ক কমে
উত্তর: B
📖প্রশ্ন:৫
পাহাড়ের ওপর কোনো জিনিস সেদ্ধ করতে—
(a) বেশি সময় লাগে
(b) কম সময় লাগে
(c) একই সময় লাগে
উত্তর: A
📖প্রশ্ন:৬
কোনটি বেশি ঠান্ডা ?
(a) 0°C- এর বরফ
(b) 0°C- এর জল
(c) 10°C- এর জল
উত্তর: A
📖প্রশ্ন:৭
দার্জিলিং- এ জলের স্ফুটনাঙ্ক 100°C- এর—
(a) বেশি
(b) সমান
(c) কম
উত্তর: C
📖প্রশ্ন:৮
বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাম্পায়ন—
(a) দ্রুত হয়
(b) ধীরে হয়
(c) একই থাকে
উত্তর: B
📖প্রশ্ন:৯
লীন তাপ থার্মােমিটারের পাঠ—
(a) পরিবর্তন করে না
(b) পরিবর্তন করে
(c) কখনাে পরিবর্তন করে আবার কখনাে করে না
উত্তর: A
📖প্রশ্ন:১০
বাম্পায়নে তরলের তাপমাত্রা—
(a) বাড়ে
(b) কমে
(c) একই থাকে
উত্তর: B
=======================================================
👉অবস্থার পরিবর্তন সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন [PREV]
=======================================================
Comments
Post a Comment