বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত
⛤প্রশ্ন:১
সম্পৃক্ত বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কের নীচে নেমে গেলে শুরু হয় :
(a) ঘনীভবন
(b) বাষ্পীভবন
(c) অধঃক্ষেপণ
উত্তর:
ঘনীভবন ।
⛤প্রশ্ন:২
কোনাে অপরিসর স্থানে নিম্নচাপের সৃষ্টি হলে চারদিকের শীতল বায়ু সেই নিম্নচাপের কেন্দ্রে প্রবল বেগে ঘুরতে ঘুরতে প্রবেশ করে, একে :
(a) মৌসুমি বায়ু বলে
(b) ঘূর্ণবাত বলে
(c) প্রতীপ ঘূর্ণবাত বলে
উত্তর:
ঘূর্ণবাত বলে ।
⛤প্রশ্ন:৩
সাহারা, কালাহারি, আটাকামা প্রভৃতি মরুভূমির সৃষ্টি হয়েছে :
(a) আয়ন বায়ুর গতিপথে
(b) পশ্চিমা বায়ুর গতিপথে
(c) সাময়িক বায়ুর গতিপথে
উত্তর:
আয়ন বায়ুর গতিপথে I
⛤প্রশ্ন:৪
বায়ুর আদ্রর্তা মাপার যন্ত্রটি হল :
(a) থার্মোমিটার
(b) ব্যারােমিটার
(c) হাইগ্রোমিটার
উত্তর:
হাইগ্রোমিটার ।
⛤প্রশ্ন:৫
আপেক্ষিক আদ্রর্তার পরিমাপ করা হয় :
(a) ব্যারােমিটার এর সাহায্যে
(b) থার্মোমিটার এর সাহায্যে
(c) হাইগ্রোমিটার এর সাহায্যে
উত্তর:
হাইগ্রোমিটার এর সাহায্যে ।
⛤প্রশ্ন:৬
বায়ুর গতিবেগ নির্ণয়কারী যন্ত্রটি হল :
(a) অ্যানিমােমিটার
(b) ব্যারােমিটার
(c) হাইগ্রোমিটার
উত্তর:
অ্যানিমােমিটার ।
===================================================================
👉বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত - সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
===================================================================
Comments
Post a Comment