[MCQ]Geography - Mountains, Plateaus and Plains।।পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি।।সেট ২।।solve.org.in
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি সেট ১ দেখার জন্য এখানে ক্লিক করুন 👆
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
☆প্রশ্ন:১
একটি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হল :
(a) তিব্বত মালভূমি
(b) দাক্ষিণাত্য মালভূমির উত্তরাংশ
(c) ছোটনাগপুর মালভূমি
উত্তর:
তিব্বত মালভূমি।
☆প্রশ্ন:২
ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় :
(a) পাললিক শিলা
(b) আগ্নেয় শিলা
(c) রূপান্তরিত শিলা
উত্তর:
পাললিক শিলা থেকে।
☆প্রশ্ন:৩
তিব্বতের মালভূমি হল একটি :
(a) ব্যবচ্ছিন্ন
(b) সঞ্চয়জাত
(c) পর্বতবেষ্টিত
উত্তর:
পর্বতবেষ্টিত মালভূমি।
☆প্রশ্ন:৪
পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি হল :
(a) তিব্বত মালভূমি
(b) পামির মালভূমি
(c) আরব মালভূমি
উত্তর:
তিব্বত মালভূমি।
☆প্রশ্ন:৫
ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল :
(a) আরাবল্লী
(b) শুশুনিয়া
(c) ব্যারেন
উত্তর:
ব্যারেন।
☆প্রশ্ন:৬
পৃথিবীর ছাদ বলা হয় :
(a) তিব্বত মালভূমিকে
(b) পামির মালভূমিকে
(c) ছোটনাগপুরের মালভূমিকে
উত্তর:
পামির মালভূমিকে।
☆প্রশ্ন:৭
ব্যবচ্ছিন্ন মালভূমি বিচ্ছিন্ন হয় মূলত :
(a) বায়ু দ্বারা
(b) হিমবাহ দ্বারা
(c) নদী দ্বারা
উত্তর:
নদী দ্বারা।
☆প্রশ্ন:৮
বিহারের রাজমহল একটি :
(a) স্তূপ পর্বত
(b) ক্ষয়জাত পর্বত
(c) ভঙ্গিল পর্বত
উত্তর:
ক্ষয়জাত পর্বত।
☆প্রশ্ন:৯
ভিসুভিয়াস একটি :
(a) জীবন্ত আগ্নেয়গিরি
(b) মৃত আগ্নেয়গিরি
(c) সুপ্ত আগ্নেয়গিরি
উত্তর:
জীবন্ত আগ্নেয়গিরি।
☆প্রশ্ন:১০
গ্রস্ত উপত্যকা দেখা যায় :
(a) স্তূপ পর্বতে
(b) আগ্নেয় পর্বতে
(c) ক্ষয়জাত পর্বতে
উত্তর:
স্তূপ পর্বতে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ : পর্বত, মালভূমি ও সমভূমি সেট ৩ দেখার জন্য এখানে ক্লিক করুন 👆
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
Comments
Post a Comment