বায়ুমণ্ডলের উপাদান
📚প্রশ্ন:১
ওজোন গ্যাসের স্তর রয়েছে বায়ুমণ্ডলের :
(a) ট্রপােস্ফিয়ার স্তরে
(b) স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
(c) আয়নােস্ফিয়ার স্তরে
উত্তর:
স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে।
📚প্রশ্ন:২
স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার দেখা যায় :
(a) স্ট্র্যাটোস্ফিয়ারে
(b) থার্মোস্ফিয়ারে
(c) ট্রপোস্ফিয়ারে
উত্তর:
ট্রপোস্ফিয়ারে।
📚প্রশ্ন:৩
ট্রপােস্ফিয়ার বায়ুস্তরটির উর্ধ্বসীমা ভূপৃষ্ঠ থেকে :
(a) ১৮ কিমি
(b) ৮০ কিমি
(c) ১০,০০০ কিমি
উত্তর:
১৮ কিমি।
📚প্রশ্ন:৪
নিরক্ষরেখার ওপরে ট্রপােস্ফিয়ারের উচ্চতা হল :
(a) ৮ কিমি
(b) ১৮ কিমি
(c) ৮০ কিমি
উত্তর:
১৮ কিমি ৷
📚প্রশ্ন:৫
বজ্রপাত ও ঝড়বৃষ্টি ঘটতে দেখা যায় বায়ুমণ্ডলের :
(a) ট্রপােস্ফিয়ার স্তরে
(b) স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে
(c) আয়নােস্ফিয়ার স্তরে
উত্তর:
ট্রপােস্ফিয়ার স্তরে।
📚প্রশ্ন:৬
উভয় মেরু অঞ্চলে ট্রপােস্ফিয়ারের উচ্চতা হল :
(a) ৮ কিমি
(b) ১৮ কিমি
(c) ৮০ কিমি
উত্তর:
৮ কিমি ৷
📚প্রশ্ন:৭
ট্রপােপজের অবস্থান হল বায়ুমণ্ডলের :
(a) ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযােগস্থল
(b) স্ট্র্যাটোস্ফিয়ার ও আয়নােস্ফিয়ারের সংযােগস্থল
(c) আয়নােস্ফিয়ার ও এক্সোস্ফিয়ারের সংযােগস্থল
উত্তর:
ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযােগস্থল।
📚প্রশ্ন:৮
পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা ঘটে থাকে :
(a) ট্রপোস্ফিয়ারে
(b) স্ট্র্যাটোস্ফিয়ারে
(c) ওজোনােস্ফিয়ারে
উত্তর:
ট্রপোস্ফিয়ারে।
📚প্রশ্ন:৯
হােমােস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে :
(a) ৭০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(b) ৮০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(c) ৯০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
উত্তর:
৯০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
📚প্রশ্ন:১০
বায়ুমণ্ডলের উর্ধ্বসীমা হল :
(a) ৩০ কিমি
(b) ১০০ কিমি
(c) ১০,০০০ কিমি
উত্তর:
১০,০০০ কিমি।
📚প্রশ্ন:১১
হেটেরােস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে :
(a) ১-২৯ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(b) ৮০-১০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
(c) ৯০-১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত
উত্তর:
৯০-১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
📚প্রশ্ন:১২
বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হল :
(a) আয়নােস্ফিয়ার
(b) ট্রপােস্ফিয়ার
(c) স্ট্র্যাটোস্ফিয়ার
উত্তর:
ট্রপােস্ফিয়ার।
--------------------------------------------------------------------------------------------------------
👉বায়ুমণ্ডলের উপাদান সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
--------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment