নদী, হিমবাহ ও বায়ুর কাজ
📚প্রশ্ন:১
বার্খান সৃষ্টি হয় :
(a) বায়ুর ক্ষয়কাজের ফলে
(b) বায়ুর সঞ্চয় কাজের ফলে
(c) হিমবাহের ক্ষয়কাজের ফলে
উত্তর:
বায়ুর সঞ্চয় কাজের ফলে।
📚প্রশ্ন:২
নদী উপত্যকা গভীর হলে তার নাম হয় :
(a) জলপ্রপাত
(b) খরস্রোত
(c) গিরিখাত
উত্তর:
গিরিখাত।
📚প্রশ্ন:৩
চলমান বালিয়াড়িকে :
(a) শটস্ বলে
(b) ওয়াদি বলে
(c) ধ্রিয়ান বলে
উত্তর:
ধ্রিয়ান বলে।
📚প্রশ্ন:৪
ড্রামলিন হল :
(a) নদীর কাজের সঙ্গে জড়িত ভূমিরূপ
(b) হিমবাহের কাজের সঙ্গে জড়িত ভূমিরূপ
(c) বায়ুর কাজের সঙ্গে জড়িত ভূমিরূপ
উত্তর:
হিমবাহের কাজের সঙ্গে জড়িত ভূমিরূপ।
📚প্রশ্ন:৫
সঞ্চয় কাজ সর্বাধিক হয় :
(a) নদীর উচ্চগতিতে
(b) নদীর মধ্যগতিতে
(c) নদীর নিম্নগতিতে
উত্তর:
নদীর নিম্নগতিতে।
📚প্রশ্ন:৬
প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে গড়ে ওঠা বালিয়াড়িকে বলা হয় :
(a) তির্যক বালিয়াড়ি
(b) অনুদৈর্ঘ্য বালিয়াড়ি
(c) ভ্রাম্যমাণ বালিয়াড়ি
উত্তর:
অনুদৈর্ঘ্য বালিয়াড়ি।
📚প্রশ্ন:৭
শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা :
(a) গিরিখাত
(b) ক্যানিয়ন
(c) 'U' আকৃতির উপত্যকা
উত্তর:
ক্যানিয়ন নামে পরিচিত।
📚প্রশ্ন:৮
পৃথিবীর বৃহত্তম বদ্বীপ দেখা যায় :
(a) গঙ্গা নদীর মােহানায়
(b) ব্রহ্মপুত্র নদীর মােহানায়
(c) মিসিসিপি নদীর মােহানায়
উত্তর:
গঙ্গা নদীর মােহানায়।
📚প্রশ্ন:৯
রসে মােতানে সৃষ্টি হয় :
(a) বাতাসের ক্ষয়ের ফলে
(b) নদীর ক্ষয়ের ফলে
(c) হিমবাহের ক্ষয়ের ফলে
উত্তর:
হিমবাহের ক্ষয়ের ফলে।
📚প্রশ্ন:১০
পলিশঙ্কু গঠিত হয় নদীর :
(a) পার্বত্য গতিতে
(b) ব-দ্বীপ গতিতে
(c) উচ্চ ও মধ্যগতির সংযােগ স্থলে
উত্তর:
উচ্চ ও মধ্যগতির সংযােগ স্থলে।
------------------------------------------------------------------------------------------------
👉নদী, হিমবাহ ও বায়ুর কাজ - সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[NEXT]
------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment