বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত
✷প্রশ্ন:১
সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ হল :
(a) আয়নবায়ু
(b) ঘূর্ণবাতবায়ু
(c) সমুদ্রবায়ু ।
উত্তর: সমুদ্রবায়ু।
✷প্রশ্ন:২
সমুদ্রবায়ু প্রবাহিত হয় :
(a) সকালের পর
(b) সন্ধ্যার পর
(c) দুপুরের পর
উত্তর: সন্ধ্যার পর।
✷প্রশ্ন:৩
পশ্চিমীবায়ু একটি :
(a) সাময়িক বায়ুপ্রবাহ
(b) স্থানীয় বায়ুপ্রবাহ
(c) নিয়ত বায়ুপ্রবাহ
উত্তর: নিয়ত বায়ুপ্রবাহ।
✷প্রশ্ন:৪
স্থলবায়ু প্রবাহিত হয় :
(a) দুপুরে
(b) রাত্রে
(c) সন্ধ্যায়
উত্তর: রাত্রে ।
✷প্রশ্ন:৫
আয়নবায়ু একটি :
(a) সাময়িক বায়ুপ্রবাহ
(b) স্থানীয় বায়ুপ্রবাহ
(c) নিয়ত বায়ুপ্রবাহ
উত্তর: নিয়ত বায়ুপ্রবাহ ।
✷প্রশ্ন:৬
নিয়তবায়ু প্রবাহিত হয় :
(a) কয়েকদিন পর পর
(b) সারাবছর ধরে নিয়মিত ভাবে
(c) কয়েকবছর পর পর
উত্তর: সারাবছর ধরে নিয়মিত ভাবে।
✷প্রশ্ন:৭
‘লু’ বাতাস প্রবাহিত হয় :
(a) গ্রীষ্মকালে
(b) বর্ষাকালে
(c) শীতকালে
উত্তর: গ্রীষ্মকালে।
✷প্রশ্ন:৮
ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুচাপ হল :
(a) ৭৯০.০ মিলিবার
(b) ১,০১৩.২ মিলিবার
(c) ১,০৩১.০ মিলিবার
উত্তর: ১,০১৩.২ মিলিবার।
✷প্রশ্ন:৯
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুচাপ হ্রাস পায় :
(a) ১ মিলিমিটার
(b) ১ সেন্টিমিটার
(c) ১ মিটার
উত্তর: ১ সেন্টিমিটার।
✷প্রশ্ন:১০
চিনুক দেখা যায় :
(a) সাহারা মরুভূমিতে
(b) রোন নদী উপত্যকায়
(c) রকি পার্বত্য অঞ্চলে
উত্তর: রকি পার্বত্য অঞ্চলে।
===========================================================
👉বায়ুপ্রবাহ, আদ্রতা এবং বৃষ্টিপাত - সেট ২ দেখার জন্য এখানে ক্লিক করুন[PREV]
===========================================================
----------------------------------------------------------------------------------------------------------------------
Comments
Post a Comment